ওরে মানুষ কখনও উপলদ্ধি হবে কি?
অঝোড় ধারায় কত অশ্রু ঝড়ে পড়ে হয় রিক্ত,
অপরেকে মারিলে নিজে কত হয় সন্তুষ্ট।
নাচে গানে মুখরিত হয়ে উঠে হয়েই তুষ্ট,
নাচে গানে মুখরিত হয়ে উঠে হয়েই তুষ্ট,
ওরে মানুষ নিজের গাঁয়ে পড়িলে পায় কত কষ্ট।
যখন সকলে প্রতি ভালবাসায় সিক্ত হবে,
হিংসা হানাহানি ভূলে ভালবাসায় সহাবস্থান দিবে।
শাসন-শোষনের হাত থেকে করিতে উত্থিত হবে শীর,
রণাঙ্গনে জাতি সকল নজুয়ান হবে অাগুয়ান।
সেনার বেনা কাজ ত্যাগ করিবে সত্তর অাত্মোপলদ্ধিতে,
জাতি ভাইকে বাঁচাতে সদা হইবে তেজ দীপ্তিতে।
জুম্মজাতির অস্তিত্ব ঠিক রাখতে শহীদ হতে হইবে প্রস্তুত,
তখনি অধিকার-স্বাধিকার ফিরে পেতে প্রশস্ত হইবে পথ।
হিংসা হানাহানি ভূলে ভালবাসায় সহাবস্থান দিবে।
শাসন-শোষনের হাত থেকে করিতে উত্থিত হবে শীর,
রণাঙ্গনে জাতি সকল নজুয়ান হবে অাগুয়ান।
সেনার বেনা কাজ ত্যাগ করিবে সত্তর অাত্মোপলদ্ধিতে,
জাতি ভাইকে বাঁচাতে সদা হইবে তেজ দীপ্তিতে।
জুম্মজাতির অস্তিত্ব ঠিক রাখতে শহীদ হতে হইবে প্রস্তুত,
তখনি অধিকার-স্বাধিকার ফিরে পেতে প্রশস্ত হইবে পথ।
No comments
Post a Comment