রোগীর নাম অনিন্দা চাকমা, পিতার নাম ঊষাতন চাকমা, মাতার নাম চিনা চাকমা,
গ্রাম রাঙে পাড়া, থানা লংগদু, জেলা রাঙামাটি। বর্তমান ঠিকানা সৈয়দ ম্যানসন,
চতুর্থ তলা, ৩নং রুম, নিউমুড়ি,সিইপিজেড, চট্টগ্রাম। সে দীর্ঘ ৪বছর যাবৎ
কিডনি (নিপ্রসিনডম) রোগে অাক্রান্ত ছিল। অনেক ডাক্তারের কাছে চিকিৎসা করেও
সুস্থ হয়নি। তাই ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসা জন্য ভারতে নিয়ে
চিকিৎসার উদ্যোগ নেয়া হয়। তার উন্নত চিকিৎসা বাবদ প্রায় ৪ (চার) লক্ষ টাকা
প্রায়োজন। কিন্তু তাঁর বাবা একজন সামান্য
গার্মেন্ট কর্মচারী এত টাকা যোগার করা সম্ভব নয়। তাই একমাত্র কন্যা
সন্তানের জীবন বাচাঁতে সমাজের বিত্তবান, ধর্মপরায় ও দানশীল ব্যক্তিদের নিকট
অাকুল অাবেদন জানাচ্ছে।
যোগাযোগ ও সাহায্য পাঠানোর ঠিকানা
পিতার ঊষাতন চাকমা মোবাইল নং- ০১৫৫৪-৬৭১-৪২৯, রোগীর চাচা বিকাশ নং- ০১৮৫১-৮৩০-৩৩৬
ও
সাধনাজ্যোতি ভিক্ষু,
আহ্বায়ক THE CHT's HUMAN AID ORGANIZATION
অধ্যক্ষ
হিল চাদিগাঙ বৌদ্ধ বিহার, বন্দর, চট্টগ্রাম,
মোবাইল নং- ০১৮১৮-৮৮৭৬৬১
No comments
Post a Comment