জাপানি যখন চাকমা

জাপানি তরুণী নাতসুমি হারাদা জীবনের প্রথম বিদেশ সফরে এসেছিলেন বাংলাদেশে। ২০১০ সালে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হিসেবে ডকুমেন্টারি বানাতে এই দেশে আসেন হারাদা। কাজ শেষে জাপানে ফিরে গেলেও তার মন পড়ে থাকে বাংলাদেশেই। কারণ মাত্র ৭ দিনে ১০ মিনিটের ডকুমেন্টারি বানাতে গিয়ে অজানা সবুজ দেশটিকে জানার তেষ্টা পেয়ে বসে তাকে।
তাই তেষ্টা মেটাতে আবারও বাংলাদেশে আসেন নাতসুমি। ঘুরে বেড়াতে থাকেন ঢাকার পথে-ঘাটে পথশিশুদের জীবন নিয়ে তথ্যচিত্র নির্মাণের কাজে। এরমধ্যে এক গারো বন্ধুর সঙ্গে পরিচয় হলে এই দেশের আদিবাসীদের সম্পর্কে আগ্রহ জাগে তার। তিনি ঘুরে বেড়াতে শুরু করেন বাংলার সবুজ পাহাড়ের সরল পাড়াগুলোতে।
এখন নাতসুমি হারাদার আরেক নাম নাতসুমি চাকমা হারাদা। কিভাবে নামের সঙ্গে ‘চাকমা’ শব্দটি জুড়ে দিলেন?
ডিজিটাল শর্টে প্রশ্নটির উত্তর দিয়েছেন হাস্যোজ্জ্বল এই জাপানি তরুণী,তুলে ধরেছেন নিজের চোখে দেখা বাংলাদেশের রূপ। জানিয়েছেন হলি আর্টিজানের মতো ঘটনার পরও কিসের টানে তিনি ভরসা পান বাংলাদেশে।
channelionline.com , ২৩ নভেম্বর ২০১৭ ১৫:০৮ 

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.