তিন পার্বত্য জেলা পরিষদের কাছে ৮৮টি বিভাগ বা দপ্তর হস্তান্তর

শান্তি চুক্তি বাস্তবায়নের অংশ হিসাবে এ পর্যন্ত তিন পার্বত্য জেলায় মোট ৮৮টি বিভাগ বা দপ্তর স্ব স্ব জেলা পরিষদের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সংসদ ভবনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এ তথ্য জানানো হয়।

সভায় জানানো হয়, শান্তিচুক্তি ও পার্বত্য জেলা পরিষদ আইন অনুযায়ী এর মধ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে ৩০টি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে ৩০টি এবং বান্দরবন পার্বত্য জেলা পরিষদে ২৮টি বিভাগ বা দপ্তর হস্তান্তর করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। এতে অংশগ্রহণ করেন কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, কুজেন্দ্র লাল ত্রিপুরা, উষাতন তালুকদার, ফিরোজা বেগম (চিনু) এবং এম, এ, আউয়াল।

সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মচারীদের ভবিষ্যৎ তহবিলসহ পেনসন সুবিধা প্রদানের বিষয়ে অর্থমন্ত্রীর সাথে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের শূন্য পদ পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কমিটি সুপারিশ করে। এ ছাড়াও সভায় দীঘিনালা ও মহোলছড়ি উপজেলায় মৎস্যজীবীদের ভিজিএফের আওতায় আনার সুপারিশ করা হয়।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ, মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র: ডেইলি সিএইচটি অনলাইন রিপোর্ট., প্রকাশিত: ২০১৭-০৩-২২ ১১:২১:১১


No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.