বান্দরবানে
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক দম্পতিকে গলা কেটে হত্যা করা হয়েছে। লামা উপজেলার
ফাসিয়াখালি ইউনিয়নের ইয়াংছা এলাকার ছোটপাড়ায় শুক্রবার গভীর রাতে এই ঘটনা
ঘটে। লামা থানার ওসি আনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন- ক্ল্যা হ্লা চিং মারমা (৭৫), চিং হ্লা নী মারমা (৫০)।
তাদের নিজ বাড়িতেই হত্যা করা হয়। স্থানীয়রা ধারণা করছে জমি নিয়ে বিরোধের
জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে লামা থানার ওসি আনোয়ার হোসেন জানান, ‘এ
বিষয়ে বিস্তারিত জানতে আমরা এলাকায় পুলিশ পাঠাচ্ছি।’ফাসিয়াখালি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার আপ্রুচিং মারমা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি সকালে ওনাদের (নিহত দম্পতির) ছেলের কাছ থেকে খবর পাই। খবর পেয়ে পুলিশকে জানাই।’
০৮:৩২ , মার্চ ২৫ , ২০১৭


No comments
Post a Comment