খাগড়াছড়ি সরকারি কলেজে পাহাড়ি ছাত্রদের উপর সেটলারদের হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া


খাগড়াছড়ি সরকারি কলেজে সেটলার ছাত্ররা দুই পাহাড়ি ছাত্রকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে সেটলার ও পাহাড়ি ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
জানা যায়, আজ সোমবার (২৭ মার্চ) সকালে সেটলার ছাত্ররা অতর্কিতে হামলা চালিয়ে কলেজের একাদশ শ্রেণীর দুই পাহাড়ি ছাত্রকে মারধর করে। এ ঘটনা জানাজানি হলে পাহাড়ি ছাত্রদের মধ্যে ক্ষোভ দেখা দেয় এবং তারা এর প্রতিবাদ জানায়। পরে কলেজের শিক্ষকরা বিষয়টি মীমাংসা করে দেয়ার চেষ্টা চালায়। কলেজ অধ্যক্ষের কক্ষে উভয় পক্ষকে নিয়ে আলোচনা চলাকালে বহিরাগত একদল সেটলার সংঘবদ্ধ হয়ে কলেজে ঢুকে পাহাড়ি ছাত্রদের উপর আবারো হামলার চেষ্টা চালালে পাহাড়ি ছাত্ররাও সংঘবদ্ধ হয়ে এর প্রতিরোধ গড়ে তোলে। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সেটলারদের নেতৃত্ব দেয় খাগড়াছড়ি পৌরসভার ২নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মোঃ মাসুম রানা।
পরে খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লে.কর্ণেল সোহাগ ও অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দিনের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় লে. কর্ণেল সোহাগ উভয় পক্ষকে নিয়ে আলোচনা করেন। এতে তিনি নানা কথা বলার ফাঁকে বাংলাদেশে ‌’আমরা সবাই বাঙালি’ বললে পাহাড়ি ছাত্ররা ‘আমরা বাঙালি নই’ বলে তীব্র প্রতিবাদ জানায়।
এদিকে কলেজে যখন ধাওয়া-পাল্টা ধাওয়া হচ্ছিল তখন একদল সেটলার সাম্প্রদায়িক হামলার উদ্দেশ্যে পাহাড়ি গ্রাম কলেজ পাড়ার দিকে ঢুকার চেষ্টা করলে পাহাড়ি ছাত্র-যুবকরা তাদের প্রতিরোধ করে। পরে পুলিশ এসে সেটলারদের সরিয়ে নেয়। এর পরপরই একদল সেনা সদস্য কলেজ পাড়া
এলাকায় ঢুকে প্রতিরোধকারী পাহাড়ি ছাত্র-যুবকদের ধাওয়া করে।

উক্ত ঘটনাকে কেন্দ্র করে সেটলাররা বিচ্ছিন্ন বিক্ষিভাবে বিভিন্ন স্থানে পাহাড়ি ছাত্রদের উপর হামলা চালিয়েছে। তারা মহাজন পাড়ায় শ্যামল কান্তি ত্রিপুরা নামে এক পাহাড়ি ছাত্রকে মারধর করে মাথা ফেটে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করে। এছাড়া উপজেলা পরিষদের সামনে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণীর এক পাহাড়ি ছাত্রকে এবং বাস টার্মিনাল এলাকায় অপর এক পাহাড়ি ছাত্রকেও সেটলাররা মারধর করেছে বলে জানা গেছে।
এদিকে, পরিস্থিতি অশান্ত করার চেষ্টার অভিযোগে দুপুর ১টার দিকে চেঙ্গী স্কোয়ার থেকে দুই বাঙালি (সেটলার) ছাত্রকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মো. আব্দুল হান্নান।
তথ্যসূত্র: সিএইচটি নিউজ ডটকম, সোমবার, মার্চ ২৭, ২০১৭,


No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.