গত ২৬ মার্চ ২০১৭ রবিবার রামকৃষ্ণ মঠ ও মিশন-ঢাকার শতবর্ষ পূতি উপলক্ষে রামকৃষ্ণ মঠ ও মিশনে এক আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মেলন হয়ে গেল। এতে রামকৃষ্ণ মঠ,বেলুড় মঠের ট্রাস্টি স্বামী তত্ত্ববিদানন্দজী মহারাজের সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খাঁন কামাল এমপি। বিশেষ অতিথি ছিলেন ভ্যাটিকেন দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরী। ইসলাম ধর্মের আলোকে বক্তব্য রাখেন মাওলানা ফরিদউদ্দিন মাসউদ,ইমাম,শোকালিয়া ঈদগাহ,কিশোরগঞ্জ। মুহাম্মদ ইদ্রিস আলী খাঁন,শিক্ষক, জয়নগর এম সি ইউ সিনিয়র মাদ্রাসা,কাশিয়ানি,গোপালগঞ্জ। খ্রীস্ট ধর্মের আলোকে বক্তব্য রাখেন বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ, সহকারী বিশপ,ঢাকা মহা ধর্মপ্রদেশ। বৌদ্ধধর্মের আলোকে বক্তব্য রাখেন প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু,চেয়ারম্যান, পালি বিভাগ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ভিক্ষু সুনন্দপ্রিয়,উপাধ্যক্ষ, আন্তর্জাতিক বৌদ্ধ বিহার,ঢাকা আর হিন্দুধর্মের আলোকে বক্তব্য রাখেন স্বামী স্থিরাতœানন্দ,অধ্যক্ষ রামকৃষ্ণ আশ্রম,চাঁদপুর। প্রফেসর নিখিল ভট্টাচার্য, সভাপতি, রামকৃষ্ণ মিশন,হবিগঞ্জ। শুভেচ্ছা বক্তব্য রাখেন-মি. চিত্তরঞ্জন দাশ,মি. জয়ন্ত দে, মাওলানা মাযহারুল ইসলাম, জনাব জহিরুল হক জিল্লু, মি. নির্মল রোজারিও প্রমুখ।
স্বাগত ভাষন প্রদান করেন রামকৃষ্ণ মিশন, ঢাকার সম্পাদক স্বামী ধ্রুবেশানন্দ,ধন্যবাদ জ্ঞাপন করেন প্রফেসর কল্যাণময় সরকার,পরিচালক(অবঃ) মাউশি,ঢাকা। এ সম্প্রীতির লক্ষ্যে ভিক্ষু সুনন্দপ্রিয় বলেন-কোনে নিদিষ্ট মতের প্রতি বেশী ঝুঁকে পড়া বা বেশী সংশ্লিষ্ট হওয়া এবং অন্যের মতকে হীন হিসেবে অবজ্ঞা করাকে জ্ঞানীরা মনের সংকীর্ণতার বেড়া জালে আবদ্ধতা বলেন বলে অভিমত দেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খাঁন কামালের নেতৃত্বে ইতিমধ্যে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট,রংপুর বিভাগ,রাজশাহী বিভাগে আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ হয়েছে। যা দেশে সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে ব্যাপক সাড়া জাগিয়েছে। সবাইকে সম্প্রীতির লক্ষ্যে এগিয়ে এসে শান্তি প্রতিষ্ঠাই এ আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মেলনের প্রধান লক্ষ্যে।মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খাঁন সবাইকে ধর্ম বর্ণ নির্বিশেষে দেশে সাম্য সম্প্রীতি প্রতিষ্ঠায় জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।
স্বাগত ভাষন প্রদান করেন রামকৃষ্ণ মিশন, ঢাকার সম্পাদক স্বামী ধ্রুবেশানন্দ,ধন্যবাদ জ্ঞাপন করেন প্রফেসর কল্যাণময় সরকার,পরিচালক(অবঃ) মাউশি,ঢাকা। এ সম্প্রীতির লক্ষ্যে ভিক্ষু সুনন্দপ্রিয় বলেন-কোনে নিদিষ্ট মতের প্রতি বেশী ঝুঁকে পড়া বা বেশী সংশ্লিষ্ট হওয়া এবং অন্যের মতকে হীন হিসেবে অবজ্ঞা করাকে জ্ঞানীরা মনের সংকীর্ণতার বেড়া জালে আবদ্ধতা বলেন বলে অভিমত দেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খাঁন কামালের নেতৃত্বে ইতিমধ্যে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট,রংপুর বিভাগ,রাজশাহী বিভাগে আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ হয়েছে। যা দেশে সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে ব্যাপক সাড়া জাগিয়েছে। সবাইকে সম্প্রীতির লক্ষ্যে এগিয়ে এসে শান্তি প্রতিষ্ঠাই এ আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মেলনের প্রধান লক্ষ্যে।মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খাঁন সবাইকে ধর্ম বর্ণ নির্বিশেষে দেশে সাম্য সম্প্রীতি প্রতিষ্ঠায় জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।
No comments
Post a Comment