এসএ গেমসের ভারোত্তোলনে আদিবাসী কন্যা ফুলপতি চাকমার রৌপ্
১২তম এসএ গেমসে বাংলাদেশকে আরেকটি রৌপ্য পদক এনে দিলো মহিলা ভারোত্তোলক পাহাড়ী কণ্যা ফুলপতি চাকমা। রবিবার গেমসের তৃতীয় দিনে গৌহাটির ভোগেশ্বরী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত মেয়েদের ৫৮ কেজি ওজন শ্রেনীতে বাংলাদেশের হয়ে রৌপ্য পদক জেতেন ফুলপতি চাকমা। স্ন্যাচে ৬৩ ও ক্লিন এন্ড জার্কে ৮১ মোট ১৪৪ কেজি তুলে দ্বিতীয় হন ফুলপতি। এ বিভাগে (৮০ ও ১০৭) মোট ১৮৭ কেজি তুলে স্বর্ণ জেতেন স্বাগতিক ভারতের কমলা শ্রেষ্ঠ। আর (৬১ ও ৮১) মোট ১৪২ কেজি তুলে ব্রোঞ্জ পান শ্রীলঙ্কার উমেরিয়া মোহিদীন। পদক জেতার অনুভূতিতে তিনি জানান, প্রত্যাশা স্বর্ণ থাকলেও রৌপ্যতে খুশি তিনি। তিনি বলেন, দেশের জন্য একটি পদক জিততে পেরেছি বলে ভালো লাগছে। এবারই প্রথম মহিলা ভারোত্তোলন ক্যাটাগরি যুক্ত করা হয় এসএ গেমসে। আর প্রথমবার অংশ নিয়েই বাংলাদেশকে রৌপ্য পদক এনে দিতে পেরে খুব খুশি ফুলপতি চাকমা। এর আগে আন্তর্জাতিক পর্যায়ে ২০১০ সালে মালয়েশিয়াতে কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয় করেছিলেন তিনি। এছাড়া ২০১২ সালে নেপালে প্রথম সাউথ এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশীপে রৌপ্য পেয়েছিলো ফুলপতি। ফুলপতি চাকমার খেলা ও পুরস্কার বিতরণীর সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের শেফ দ্য মিশন আশিকুর রহমান মিকু, ভারোত্তোলন ফেডারেশনের সভাপতি মুঞ্জর কাদের কোরাইশী, হবিগঞ্জ সিলেট মহিলা আসনের সংসদ আমাতুল কিবরীয়া, পুলিশ সুপার (সিআইডি) জান্নাত আরা ও ফেডারেশনের সাধারণ সম্পাদক উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদসহ অন্যান্যরা
তথ্যসূত্র: http://www.parbattyabani.com


No comments
Post a Comment