ক্ষুদ্র জাতির মাতৃভাষায় শিক্ষা নিশ্চিতের দাবি

সারাদেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠির নিজ নিজ মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনের এক সমাবেশ থেকে পিসিপি এই দাবি জানায়। পরে তারা ছয় দফা দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ করেন।

এরআগে পিসিপির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন থেকে একটি মিছিল বের হয়। পার্বত্য চট্টগ্রাম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয় ও বুয়েটে পড়তে আসা প্রায় আড়াইশ শিক্ষার্থী মিছিল ও সমাবেশে যোগ দেন।
ক্ষুদ্রজাতির মাতৃভাষায় শিক্ষা নিশ্চিতের দাবিতে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ-সমাবেশ। ছবি: আমিনুল ইসলাম/নিউজনেক্সটবিডি ডটকম



ক্ষুদ্রজাতির মাতৃভাষায় শিক্ষা নিশ্চিতের দাবিতে বৃহস্পতিবার 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ-সমাবেশ।

সমাবেশ থেকে উত্থাপিত পিসিপি’র ছয় দফা দাবি হচ্ছে: পার্বত্য চট্টগ্রামে সকল জাতিসত্তার শিশুদের প্রাথমিক পর্যন্ত নিজ মাতৃভাষায় পাঠদান, স্কুল-কলেজে জাতিসত্তার প্রতি অবমাননাকর বক্তব্য বাদ দেয়া, পাহাড়ি জাতিসত্তার সঠিক এবং সংগ্রামী ইতিহাস সম্বলিত বই পার্বত্য চট্টগ্রামের স্কুল ও কলেজের পাঠ্যক্রমে অর্ন্তভূক্ত করা, দেশের সকল জাতিসত্তার সংক্ষিপ্ত তথ্য সম্বলিত পরিচিতিমূলক বই পাঠ্যক্রমে অর্ন্তভূক্ত করা, পার্বত্য কোটা বাতিল করে পাহাড়িদের জন্য বিশেষ কোটা চালু এবং তিন পার্বত্য জেলায় বন্ধ সরকারি স্কুল-ছাত্রাবাসসমূহ অবিলম্বে চালু করা।

তথ্যসূত্র: নিউজনেক্সটবিডি ডটকম/আইকে /বিআর

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.