নিশান চাকমাকে বাঁচাতে এগিয়ে আসুন

একজন মানুষের আর কি বলার আছে? আর কেমন করে বলা যায়? পোস্টে দেয়া স্ক্রিনশট দেখে বলতে পারবেন। এটি একজন মরনব্যাধি ক্যান্সারে আক্রান্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মৃত্যুর সাথে লড়াই চালিয়ে যাওয়া শক্ত কঠিন মনোবলের বীর যোদ্ধার ফেসবুকের পোস্ট। যার মানসিক বিপর্যয়ের আশঙ্খায় গোপন রাখা হয়েছে তার মরন ব্যাধি ব্লাড ক্যান্সারের কথা। তাই বলে যে তার মনের অবস্থা এতই শক্ত মনে করব এমনটা মোটেও উচিত নয়।
"মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?" হ্যা তাই। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? অবশ্যই পারে। কারন মানুষের প্রচেষ্টা অসম্ভবকে সম্ভব করতে পারে। এই বিশ্বাসকে সামনে রেখে তার উন্নত চিকিৎসার জন্য শুরু হয়েছে সাহায্য তহবিল সংগ্রহের মহৎ কাজ। এতে অক্লান্ত পরিশ্রম দিয়ে সাহায্য তহবিল সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে মানবতার জন্য প্রতিষ্ঠিত সংঘ "উন্মেষ"। আরো অনেক বন্ধু-বান্ধব ও আত্নীয় স্বজন। কারন তার উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যেতে হবে সিঙ্গাপুর বা চেন্নাই। যার অর্থ মধ্যবিত্ত পরিবারের পক্ষে চালিয়ে যাওয়া কোনমতে সম্ভব নয়। তাই সহৃদয়বান ব্যক্তির নিকট থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার প্রার্থনা জানাচ্ছি। আপনি হয়তোবা মনে করতে পারেন আমি হাজার টাকা সাহায্য করতে পারব
না। দুই একশত টাকা দিতে পারতাম। কিন্তু লজ্জাবোধের কারনে দিতে পারছেন না। ঠিক তা যদি আরো ১০০ জনে ভাবে তাহলে কতটুুকু সাহায্য থেকে বঞ্চিত হতে পারে তা একবার ভাবুন।যদি মনে করেন আমি যেভাবে হোক সাহায্যের হাত বাড়িয়ে দিব। তাহলে পোস্ট এ দেয়া এ্যাকাউন্ট নাম্বার বা বিকাশ নাম্বারে সাহায্য পাঠিয়ে মানবিকতার পরিচয় দিতে ভূলবেন না। কারন আমরা জানি
"ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল,
গড়ে তোলে মহাদেশ, সাগর অতল।"
সবার অক্লান্ত পরিশ্রম,শুভ কামনা,দৃঢ় বিশ্বাস আর ইস্পাত কঠিন মনোবলের কাছে মৃত্যু অবশ্যই হার মানবে।

রোগীর সংক্ষিপ্ত পরিচয়: 
নামঃ নিশান চাকমা পিতা: সাধন চন্দ্র চাকমা,
মাতা: শান্তি কুমারী চাকমা, গ্রাম :
দীঘলছড়ি, উপজেলা: বরকল জেলাঃ
রাঙ্গামাটি। নিশান বরুণাছড়ি উচ্চ
বিদ্যালয় থেকে ২০১০ সালে এস.এস.সি
এবং ২০১২ সালে রাঙ্গামাটি সরকারী
কলেজ থেকে এইস.এস.সি সম্পন্ন করে।
বর্তমানে সে নোয়াখালী বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংরেজী
বিভাগে ২য় বর্ষে অধ্যায়ণরত।
আর্থিক সাহায্য পাঠানোর ঠিকানা:
name: UNMESH
Ac No- 100130445, 

সোনালী ব্যাংক,
নিউ কোর্টি বিল্ডীং শাখা,
রাঙ্গামাটি।
বিকাশ: ০১৮৪০৩২১৮০৯। সাহায্য
পাঠানোর আগে বা পরে কল করে
নিশ্চিত হবেন
যোগাযোগ:
দীপেন চাকমা, উন্মেষ(০১৫৫৭১৮৭৮০২)
পরম চাকমা,উন্মেষ(০১৮২০৩২০৬৮২)
সুনেন্টু চাকমা, প্রথম আলো বন্ধুসভা
(০১৮১২০৬৬৯১০)
সুমন্ত চাকমা, নিশানের মামাতো ভাই
(০১৫৫৭৫৮৯৬৮০)



His life & youthfulness is not over yet. I am telling the name of Ni Shan Chakma. After completing Secondary School Certificate(SSC) & Higher Secondary Certificate(HSC) he leaved the ever green Chittagong Hill Tract(CHT) & kept his leg & body in the campus of Noakhali Science and Technology University to build up himself as a first class citizen and to achieve higher education. In timely he stared his mission with others classmate. With the charming environment of campus, friends and technology his time was passing joyfully. Facebook or Viber and whatapps or Wechat in all social media his sprightly wandering was remarkable. who like to go so much far from the earth leaving such as nice and free life? But unfortunately a darkness moment has come in Ni Shan Chakma's life. A sickness named of blood cancer has identified in his body. oh! God!! hearing the word anyone feels bad! But, good news that now his situation is in primary step. He has been referred to India from Chittagong Medical College Hospital. As soon as possible If we can medical treatment there then Ni Shan Chakma may be safe. But, to start and end the largest working must be needed a huge amount of money. His family how and where from collect the amount?? How it possible to collect huge amount of money? So, Ni Shan Chakma's Family members and all well-wisher request to donate for Ni Shan Chakma's medical treatment. So, we two voluntary organization UNMESH and Rangamati Prothom Alo Bondhusava have started to collect financial support from everywhere to save Ni Shan Chakma's life. So, All are kindly requested to donate to Ni Shan Chakma as possible. Anyone contact with us by given bellow cell phone numbers.

Account name: UNMESH
Ac No- 100130445, Sonali bank ltd. New court building branch, Rangamati.
Bkash: 01812066910/01840321809

Contact:
Dipen Chakma UNMESH (+88001557187802)
Param Chakma UNMESH (+88001820320682)
Sunentu Chakma Chege Prottom Alo Rangamati Bondhusava (01812066910/01516196804)
Uchaching Marma Prottom Alo Rangamati Bondhusava(01820358530)
Sumanto Chakma Relative (01557589680)
 
বিশেষ অনুরোধ: শুধু শেয়ার করে প্রচারণায় অংশগ্রহণ করুন। নিশানকে চিনে থাকলে দয়া করে তার কাছ থেকে সরাসরি বিষয়টা জানতে যাবেন না।মনের জোড় কিন্তু মানুষকে শিখরে তুলতে পারে। মনের জোড় যেন না হারায়।

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.