অধ্যক্ষের নামে অপপ্রচারের বিরুদ্ধে হিলচাদিগাং বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির
চট্টগ্রামের হিলচাদিগাং বৌদ্ধ বিহারের
অধ্যক্ষকে নিয়ে “জাগি উদিবুং ভেইলগ” নামের একটি ফেইসবুকের আইডি থেকে মিথ্যা
অপপ্রচারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হিলচাদিগাং বৌদ্ধ বিহারের
পরিচালনা কমিটি।
“হিলচাদিগাং
বৌদ্ধ বিহার কমিটি”-এর পক্ষে সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রতিবাদ
লিপি নিচে হুবহু প্রকাশ করা হলো।
“বিগত ২৫শে আগস্ট, ২০১৫ইং “জাগি উদিবুং
ভেইলগ” নামে আইডি হতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে শ্রীমৎ সাধনানন্দ
ভিক্ষু নামে যে ঘটনা ও ছবি পুঁজি করে অসৎ উদ্দেশ্য সাধনের নিমিত্তে যে
নিউজটি পোস্ট করা হয়েছে, সেটি “হিলচাদিগাং বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি”-এর
দৃষ্টি গোচর হয়েছে। ঐ ঘটনা ভার্সুয়াল জগতে তোলপাড় সৃষ্টি করেছে।
প্রকৃতপক্ষে, উক্ত কথিত বৌদ্ধ ভিক্ষুটি আমাদের “হিলচাদিগাং বৌদ্ধ বিহার”-এর
অধ্যক্ষ শ্রদ্ধেয় শ্রীমৎ সাধনাজ্যোতি ভিক্ষু নন এবং এ ধরনের কোন ঘটনা
এখানে ঘটেনি। ঘটনাস্থলটি ফ্রী-পোর্ট সিমেন্ট ক্রসিং আম্বিয়া ভবন ৫ম তলা
উল্লেখ করাতেই স্বাভাবিকভাবে ইন্টারনেট জগতে আমাদের বৌদ্ধ বিহারের শ্রদ্ধেয়
শ্রীমৎ সাধনাজ্যোতি ভন্তে বলে অনেকেই মনে করেছেন বা ধরে নিয়েছেন। তাই
বিহার কমিটি নিউজটি উল্লেখিত সত্যতা নিশ্চিতকারী শিবু চাকমা নামে ব্যক্তিকে
সত্যতা যাচাইয়ের জন্য বাসা হতে মন্দিরে ডেকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ
সাপেক্ষে তার সংশ্লিষ্টতার কথা তিনি সম্পূর্ণরূপে অস্বীকার করেন। সুতরাং
শিবু চাকমা নিজ উদ্যোগে বিহার কমিটিসহ চট্টগ্রাম ইপিজেড থানায় গিয়ে একটি
সাধারণ ডায়েরী করেন। বিহার কমিিিট এ ধরনের সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও
বিভ্রান্তিকর নিউজটির বিরুদ্ধে তীব্র প্রতিবাদসহ নিন্দা জানাই এবং দোষী
ব্যক্তিদের আইনের আওয়াতায় নিয়ে এসে শাস্তি নিশ্চিত করার দাবী জানাচ্ছেন। এ
ধরনের অনাকাঙ্কিত মিথ্যা সংবাদ পরিবেশন সমগ্র বৌদ্ধ জাতির জন্য অবমাননাকর।
একজন বৌদ্ধ হয়ে এ ধরনের মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্য
প্রণোদিত সংবাদ পরিবেশন করা কখনও কাম্য নয়। সুতরাং ভবিষ্যতে এ ধরণের অসৎ
উদ্দেশ্য চরিতার্থ করার জন্য মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য
প্রণোদিত সংবাদ পরিবেশন হতে বিরত থাকার আহ্বান করা গেল।
No comments
Post a Comment