কন্যা শিশুর জন্য মানবিক সাহায্যের আবেদন
এই ছোট্ট শিশুটির নাম ঞোসিনহ্লা মারমা (পিতাঃ আজইমং মারমা, মাতাঃ
পাইক্রাপ্রু মারমা, গ্রামঃ তাইতং পাড়া, থানাঃ রাজস্থলী, পোস্টঃ রাজস্থলী,
জেলাঃ রাঙ্গামাটি)। রাজস্থলী উপজেলায় তাইতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
৩য় শ্রেণিতে পড়ে। এই ছোট্ট শিশুটি জন্মগত একটি সিল টিউমারে আক্রান্ত। তিন
ভাই বোনের মধ্যে সবার ছোট এই মেয়েটি। বড় বোন ঞোছাইউ মারমা মানিকছড়ি কৃষি
ডিপ্লোমা ইন্সটিটিউট, রাঙ্গামাটি থেকে ডিপ্লোমা কোর্স শেষে ২ বছর ধরে বেকার
অবস্থায় আছেন, বড় ভাই রাজস্থলী কলেজের শিক্ষার্থী। আর মেয়েটির বাবা
গ্রামের ক্ষেতে খাওয়া একজন বর্গাচাষি।এই অবুজ শিশুটির নাকে বেড়ে উঠা নীরব ঘাতক টিউমারটি দিনদিন বড় হচ্ছে। চট্টগ্রাম মেডিকেলে ৩ মাস চিকিৎসাধীন থাকারপর আর্থিক অভাবে বাড়িতে নিয়ে আসা হয়। আর্থিক অভাবের কারনে এই ছোট্ট শিশুটির চিকিৎসাও আর আগানো হয়নি। এই ইভেন্টের মাধ্যমে তহবিল সংগ্রহ করে গত ২৭ জুলাই ২০১৫ চট্টগ্রামের CSCR ক্লিনিকে চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরো সার্জন এর বিভাগীয় প্রধান ডাঃ কামাল উদ্দিন কে দেখানো হয় এবং উনার পরামর্শে পপুলার হাসপাতালে সকল শারীরিক পরীক্ষা শেষে পরীক্ষার সকল রিপোর্ট পর্যবেক্ষণ করে উনি জানিয়েছেন, এই শিশুটির নাকে বেড়ে উঠা টিউমার এখন তার চোখে ও ব্রেইনেও এফেক্ট আছে। উনার ডাক্তারি ভাষায় এই শিশুটিকে যথা সম্ভব মেজর অপারেশন করা অতি জরুরী। অন্যথায় এই শিশুটির জীবন আশঙ্কাজনক ও সংকীর্ণ। এবং রিপোর্টের সকল তথ্য বিবেচনা করে উনি চট্টগ্রামের সেন্টার পয়েন্ট হাসপাতালে অপারেশনের জন্য সিদ্ধান্ত নিয়েছেন। আর এই মেজর অপারেশনের জন্য ৫ লক্ষ টাকা খরচ হবে বলে জানিয়ে দিয়েছেন। কিন্তু বর্গাচাষ করে দিন পার করা গ্রামের এই দরিদ্র পরিবারের সেই সামর্থ্য নেই এতগুলো টাকার চিকিৎসাভার বহন করার।
তাই ঐ পরিবার ও ইউপি চেয়ারম্যান বাবু উবাচ মারমা উদ্যোগী সম্মতিক্রমে সবার সম্মিলিত প্রয়াসে এই ছোট্ট শিশুটির অনিশ্চিত জীবনকে চিকিৎসার মাধ্যমে একটি নিশ্চিত, নিরাপদ ও সুস্থ জীবন গড়ে দিতে তহবিল সংগ্রহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই ইভেন্টের মাধ্যমে সংগৃহীত সকল অর্থ এই শিশুটির চিকিৎসার্থে ব্যয় করা হবে।
একটি শিশুর অনিশ্চিত জীবনকে সুন্দর ও সুস্থ জীবন দিতে আর্থিক সাহায্যের জন্য সবার সহযোগিতা ও আবেদন জানাচ্ছি।
আর্থিক সাহায্যে পাঠানোর জন্যঃ
ব্যাংক একাউন্টঃ
ঞোছাইউ মারমা (বড় বোন)
একাউন্ট নাম্বারঃ ১০০ ০০৪ ০৭১
সোনালী ব্যাংক, রাজস্থলী শাখা
*** বিদেশ থেকে যারা আর্থিক সহায়তা পাঠাতে চান তারা নিচের দেওয়া তথ্য উল্লেখপূর্বক পাঠাতে পারবেন।
ঞোছাইউ মারমা
রাজস্থলী
মোবাইলঃ ০১৮২০ ৩৬০ ৯৭৯
*Western Union , *IME , * Money Transfer , *Moneygram
***পাঠানোর পরে অবশ্যই রেফারেন্স নাম্বার জানাতে হবে। অন্যথায় টাকা গ্রহণ করা যাবেনা।
বিকাশ নাম্বারঃ
জয় মারমা - ০১৭২৭ ১৫১ ৫৭৫ (পার্সোনাল একাউন্ট)
***বিকাশে যারা আর্থিক সহায়তা পাঠাবেন বা পাঠাতে চান তারা অবশ্যই পাঠানোর পূর্বে বা পরে ফোন করে নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
ইভেন্টের যাবতীয় তথ্য জানার জন্যঃ
জয় মারমা - +৮৮ ০১৭২৭ ১৫১ ৫৭৫
উজ্জল কুমার তঞ্চঙ্গ্যা - +৮৮ ০১৮৩০ ৬৬১ ৪৪৮
পরিবারের সাথে যোগাযোগের জন্যঃ
আজইমং মারমা(পিতা) – +৮৮ ০১৫৫৩ ৭৬০ ৬৬৬
ঞোছাইউ মারমা(বড় বোন) - +৮৮ ০১৮২০ ৩৬০ ৯৭৯
এই ইভেন্টের সহযোগী গ্রুপ ও সংগঠনঃ
#দ্যা ক্র্যাক প্লাটুন #হ্যালো সোসাইটি #শাহ আমানত স্টুডেন্টস ফোরাম #অগ্রগ্রাহী #বিপিএইচও #বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল #ইউ.পি.এ. (ইউনাইটেড পিপলস এল্যাইন্স) #ইচ্ছেঘুড়ি #আতশবাজি #ফোরাম #বিপিএইচও #হুইসেল
--------------------------
Nyosinhla Marma, daughter of Ajoymong Marma and Paikraprue Marm, Vill: Taitong Para, Thana & Post: Rajasthali, District: Rangamati. A student of Class 3, Taitong Para Government Primary School in Rajasthali Upazila. She was born with Seal Tumour. Krosinhla is the youngest among 3 siblings. Her unemployed elder sister KrochaingU Marma completed her Diploma from Manikchari Agricultural Diploma Institute two years ago. Her elder brother is a student of Rajasthali College. Her father is a very poor farmer who lives from hand to mouth.
The Tumour of this innocent girl is getting bigger day by day. She was forced to bring back home after 3 months long treatment in Chittagong Medical College due to the inability to bear the costly treatment. As a result, she is now staying at home without any kind of medical care. With the initiative of this event we were able to collect some funds and took her to Chittagong CSCR Clinic to consult with DR. Kamal Uddin, chief of Neuro Surgeon Department of Chittagong Medical College. After seeing the medical test report from Popular Hospital he mentioned that the growing Tumour on her nose is now affecting her eyes and brain too. Doctor advised that she needs a MAJOR OPERATION urgently in Chittagong Center Point Hospital. Without this operation, her live is at serious risk. The cost of this operation is estimated TK. 500,000. It is impossible for her poor father to bear this cost.
Union Parisad chairman Babu Ubach Marma and his family with the help of kindhearted people took a noble initiative to raise funds for the operation in order to ensure a safe, secure and healthy life of Krosinhla.
We wholeheartedly request and expect financial support and combined cooperation and efforts to save the life of this innocent girl.
Please send your financial support:
Bank Account
Nyochai U Marma ( Elder Sister)
A/C number: 100-004-071
Sonali Bank, Rajasthali Branch,
Rangamati District.
For Financial Support from abroad:
Send through: Western Union, IME, Money Transfer, Moneygram ( after sending through this system, please share the reference number, otherwise money could not be withdrawn).
Contact:
Nyochai U Marma ( Elder Sister)
Rajasthail
Mob: 01820-360-979
BKash contact number (For Bangladesh):
Joy Marma -
(If you send through this system, please make sure money has been reached through contacting recipient).
For all kind of enquiries and further information please contact:
Joy Marma: +88-
Ujjal Kumar Tanchangya:
Contact with Family members:
Ajoymong Marma (Father): +88-01553-760-666
Nyochaing U Marma (Elder Sister):
Who are cooperating in this initiative:
1. Hello Society 2. The Crack Platoon 3. Shah Amanat Student Forum 4. Agragrahi 5. BPHO 6. Bangladesh Marma Students Council 7. UPA ( United Peoples Alliance) 8. Icche Ghuri 9. Atoshbaji 10. Forum 11. BPHO 12 Whistle

No comments
Post a Comment