হিলচাদিগাং বৌদ্ধ বিহারে আষাঢ়ী পূর্ণিমা উদযাপন

আজ শুক্রবার  বন্দর নগরী সল্টগোলা ক্রসিংস্থ হিলচাদিগাং বৌদ্ধ বিহারে শুভ আষাঢ়ী পূর্ণিমা উদযাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিহারাধ্যক্ষ ভদন্ত সাধনাজ্যোতি  স্থবির। পঞ্চশীল প্রার্থনা করেন বিহার কমিটির সহসভাপতি বাবু জুয়েল চাকমা। বৌদ্ধ বিহারেরর আনুষাঙ্গিক বিষয়াদি নিয়ে আলোচন করেন কমিটির সভাপতি বাবু অমিষকান্তি দেওয়ান। আষাঢ়ী পূর্নিমা তাৎপর্য বিশ্লেষ করে ধর্মদেশনা করে বিহারাধ্যক্ষ ভদন্ত সাধনাজ্যোতি স্থবির। এতে আরো আলোচনায় অংশগ্রহন করে বিহারের আবাসিক ভিক্ষু ভদন্ত জ্যোতি সার ভিক্ষু মহোদয়।

 উল্লেখ্য এ পূর্ণিমায় সিদ্ধার্থের মাতৃজঠরে প্রতিসন্ধি গ্রহন, সিদ্ধার্থের গৃহত্যাগ, পঞ্চবর্গীয় শিষ্যদের নিকট ধর্মচক্র প্রবর্তন, যমক প্রতিহার্য ঋদ্ধি প্রর্দশন, মাতৃদেবীকে ধর্মোপদেশ প্রদানে তাবতিংস স্বর্গে গমন এবং ভিক্ষুদের ত্রৈমাসিক বর্ষাব্রত শুরু হয়। 
এ উপলক্ষে “হিলচাদিগাং বৌদ্ধ বিহারে” প্রতি বছরের ন্যায় বুদ্ধপূজা, ভিক্ষুসংঘকে চীবরদান ও পিণ্ডুদান করা হয়।

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.