জেলা প্রশাসকের মায়ের মৃতুতে হিলচাদিগাং বৌদ্ধ বিহারের পরিচালনা কমিটির শোক প্রকাশ
চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের মায়ের মৃতুতে হিলচাদিগাং বৌদ্ধ বিহারের পরিচালনা কমিটির পক্ষ থেকে শোক প্রকাশ করার জন্য জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় শোক ও সমবেদনা প্রকাশ করে একটি শোকবার্তা প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন হিলচাদিগাং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সাধনাজ্যোতি ভিক্ষু, পরিচালনা কমিটির সভাপতি বাবু অমিষ কান্তি দেওয়ান, সরিৎ চৌধুরী (সাজু), সুবিমল চাকমা, পারুল চাকমা প্রমূখ।
হিলচাদিগাং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সাধনাজ্যোতি ভিক্ষু শোকবার্তায় উল্লেখ করেন, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের মা ছাবেরা খাতুনের মৃতুতে হিলচাদিগাং বৌদ্ধ বিহারের পরিচালনা কমিটি গভীরভাবে শোক ও সমবেদনা প্রকাশ করছে।
উল্লেখ্য, গত ৫ জুলাই রবিবার জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের মা ছাবেরা খাতুন বিকেলে স্থানীয় একটি হাসপাতালে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৫ বছর।
হিলচাদিগাং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সাধনাজ্যোতি ভিক্ষু শোকবার্তায় উল্লেখ করেন, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের মা ছাবেরা খাতুনের মৃতুতে হিলচাদিগাং বৌদ্ধ বিহারের পরিচালনা কমিটি গভীরভাবে শোক ও সমবেদনা প্রকাশ করছে।
উল্লেখ্য, গত ৫ জুলাই রবিবার জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের মা ছাবেরা খাতুন বিকেলে স্থানীয় একটি হাসপাতালে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৫ বছর।
No comments
Post a Comment