হিলচাদিগাং বৌদ্ধ বিহারে আষাঢ়ী পূর্ণিমা উদযাপন করা হবে

সদ্ধর্ম প্রাণ দায়ক/দায়িকাবৃন্দ,
আনন্দের সাথে জানানো যাইতেছে যে, আগামী ৩১ জুলাই ২০১৫ ইংরেজী, ১৬ শ্রাবণ ১৪২২ বাংলা, ২৫৫৯ বুদ্ধাব্দ, রোজ শুক্রবার শুভ আষাঢ়ী পূর্ণিমা । এ পূর্ণিমায় সিদ্ধার্থের মাতৃজঠরে প্রতিসন্ধি গ্রহন, সিদ্ধার্থের গৃহত্যাগ, পঞ্চবর্গীয় শিষ্যদের নিকট ধর্মচক্র প্রবর্তন, যমক প্রতিহার্য ঋদ্ধি প্রর্দশন, মাতৃদেবীকে ধর্মোপদেশ প্রদানে তাবতিংস স্বর্গে গমন এবং ভিক্ষুদের ত্রৈমাসিক বর্ষাব্রত শুরু হবে। এ উপলক্ষে “হিলচাদিগাং বৌদ্ধ বিহারে” প্রতি বছরের ন্যায় বুদ্ধপূজা, ভিক্ষুসংঘকে চীবরদান ও পিণ্ডুদান করা হবে।
তাই উক্ত অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করার জন্য সর্বস্তরের বৌদ্ধ জন সাধারণকে আর্থিক, কায়িক ও মানসিকভাবে সহযোগিতা করে ও উপস্থিত থাকার জন্যে সবিনয়ে অনুরোধ করা গেল।
বিনীত নিবেদক
অমিষ কান্তি দেওয়ান
সভাপতি
হিল চাদিগাং বুড্ডিষ্ট ওয়েলফেয়ার সোসাইটি ( বিহার কমিটি)
অনুষ্ঠান সুচী ঃ
ভোর ০৫.৩০ মি: ঃ বিশ্বশান্তি কামনায় ত্রিপিটক পাঠ।
সকাল ০৬.০০ মি: ঃ ধর্মীয় ও জাতীয় পতাকা উত্তোলন।
সকাল ০৬.৩০ মি: ঃ ভিক্ষু সংঘের প্রাতঃরাশ।
সকাল ০৯.০০ মি ঃ বুদ্ধপূজা, পঞ্চশীল গ্রহন, বর্ষাসাটিক চীবরদান ও ভিক্ষু সংঘের ধর্ম দেশনা।
সকাল ১১.৩০ মি ঃ ভিক্ষু সংঘের দুপুরের ভেজান।
সন্ধ্যা ০৬.৩০ মি ঃ সরবতী ও প্রদীপ পূজা

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.