সিউলে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক শান্তি সম্মেলনে যোগ দিবেন ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো

কোরিয়ায় বৌদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের ১৭০০ বছর উপলক্ষে আয়োজিত ‘বিশ্ব শান্তি ও সম্প্রীতির জন্য সম্মেলন ’ শিরোনামের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষানুরাগী ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো।

আগামী ১৫ থেকে ১৮ মে তিনদিনব্যাপী দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত এই শান্তি সম্মেলনে বিশ্বের শীর্ষস্থানীয় ধর্মীয় ব্যক্তিগণ বিশেষত সারা বিশ্বের বৌদ্ধসংঘের প্রধানগণ অংশ গ্রহণ করবেন।

বিশ্বের সমগ্র মানবতার জন্য সুখ ও শান্তি কামনায় আয়োজিত এই সম্মেলনে বিশ্বশান্তি প্যারেড এবং ঐতিহ্যগত বৌদ্ধ স্মারক সেবা সম্পর্কে আলোকপাত করবেন কোরিয়ায় বৌদ্ধধর্মের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা গ্রেট সিয়োন মাস্টার জিনজি।

উল্লেখ্য, বাংলাদেশের আদিবাসী সমাজে শিক্ষার আলো ছড়ানো বৌদ্ধ ভিক্ষু ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো। এর আগে তিনি পার্বত্য বৌদ্ধ সংঘ ও বিএলআইএ’র পার্বত্য চট্রগ্রাম অধ্যায়ের প্রধান প্রতিনিধি হিসেবে জাপান, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, চীন, মালয়েশিয়া, ভারত, থাইল্যান্ড, শ্রীলংকা, ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা যান এবং বিভিন্ন আন্তর্জাতিক সভা ও সেমিনারে অংশ গ্রহণ করেন।

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.