ঝড়ে গাছের ডাল ভেঙ্গে দ্বিতীয় শ্রেণী ছাত্রী ভৌমিকা তঞ্চঙ্গ্যা

ে চলে যেতে হল স্কুল ছাত্রী ভৌমিকা তংচংগ্যা (৮) কে। এক ঘাতক গাছ অকালে কেড়ে নিলো তার প্রাণ। জানাগেছে, বান্দরবান সদরস্থ সুয়ালক বাজার প্রাইমারী স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী সে। এলাকাবাসীর দেয়া তথ্যমতে, আজ সকাল সাড়ে ১১ টা নাগাদ এক ঝড়ো হাওয়া বয়ে যায় সুয়ালক এলাকায়। এসময় অন্যান্য শিক্ষার্থীদের মত ভৌমিকা স্কুলের পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিলো। হঠাৎ রাস্তার পাশের বিরাট তুলা গাছের শুকনো ডাল ভেঙে পড়ে তার শরীরে। আহত অবস্থায় তাৎক্ষনিক তাকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পরে নিহতের বাবা ফুটফুটে শিশু সন্তানের লাশ কোলে নিয়ে ফিরলে, এলাকায় শোকের ছায়া নেমে আসে। ভৌমিকের সহপাঠিরা জানিয়েছে, সে খুব মেধাবী ছিলো। শেষ খবর পাওয়া পর্যন্ত ডেডবডি ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বয়সটা যখন বেড়ে উঠা আর দুষ্টুমির, ঠিক তখনই পৃথিবী ছেড়ে চলে যায়।

ছবি: রায়হান

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.