মোনঘরে স্কলারসীপ চেক বিতরণ ও গানের সিডির মোড়ক উন্মোচন

মোনঘর পাবলিকেশনের পরিবেশনায় সিএইচটিডিএফ-ইউএনডিপির সহযোগীতায় মোনঘর শিশু সদনের কেন্দ্রীয় ডাইনিং হলে মোনঘর সংগীতের মাধ্যমে শুরু হয় প্রয়াত কিরন চন্দ্র দেওয়ান ও প্রয়াত করুণা দেওয়ান মেমোরীয়াল স্কলারসীপ চেক বিতরণ ও আসিবাসী গানের সিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠান।

উক্ত অনুষ্ঠানে মোনঘর পরিচালনা পর্ষদ এর সহসভাপতি ও মোনঘরের একজন প্রতিষ্ঠাতা সদস্য শ্রীমৎ শ্রদ্ধালংকার মহাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, চাকমা সমাজে প্রথম ডক্টর ডিগ্রী প্রাপ্ত এবং প্রাক্তন জেলা পরিষদ চেয়ারম্যান বাবু মানিক লাল দেওয়ান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী বাবু দেব প্রসাদ দেওয়ান ও মোনঘর আবাসিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবু শিশির কান্তি চাকমা মহোদয়সহ প্রমুখ।মোড়ক উন্মোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সুরকার, গায়ক বাবু মনোজ বাহাদুর গো্র্খা এবং অনুষ্ঠান সঞ্চলনা করেন মোনঘরের নির্বাহী পরিচালক বাবু অশোক কুমার চাকমা।

বিষেশ অতিথির বক্তব্য দিতে গিয়ে বাবু দেব প্রসাদ দেওয়ান বলেন, তিনি অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে উচ্চ শিক্ষা লাভ করেছেন। কত পরিশ্রম কত ত্যাগ তিতিক্ষা তিনি ব্যাখা করেন। তিনি চান একজন ছাত্র উচ্চ শিক্ষা লাভে যাহাতে তার মতো কষ্ট পেতে না হয় সেজন্য তিনি প্রয়াত পিতা কিরন চন্দ্র দেওয়ানের নামে দি মনোঘরিয়ান্স এর মাধ্যমে একটি স্কলারসীপ চালু করেন।

শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা লাভের জন্য তিনি কিরন চন্দ্র দেওয়ান মেমোরীয়াল স্কলারসীপ এর নামে পরিচালনা পর্ষদ এর সহসভাপতি শ্রীমৎ শ্রদ্ধালংকার মহাথেরর হাতে পাঁচ লক্ষ(৫,০০,০০০) টাকার চেক তুলে দেন।

প্রধান অতিথি বাবু মানিক লাল দেওয়ান মহোদয়, বুদ্ধের সেই বাহু সচ্চাঞ্চ সিপ্পাঞ্চ বিনয়ো চ সুশিক্ষিত, সুভাচিত চা যে বাচ এতং মঙ্গল মুত্তমং...................শ্লোকের মধ্য দিয়ে বক্তব্য শুরু করেন। শিক্ষা একটি জাতিকে উদ্ধে নিয়ে যায়। যে জাতি শিক্ষিত সে জাতির মৃত্যু নেই। তাই জাতিকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য শিক্ষার প্রয়োজন।

তিনি আরো বলেন, যারা আজ মনোঘরে অনার্থ, অবহেলিত শিশুদের শিক্ষার সুযোগ করে দিচ্ছেন তারায় জাতির স্তম্ভ বলে উল্লেখ করেন। পার্বত্য চট্টগ্রামে মোনঘরের মত প্রতিষ্ঠান আছে বলে মনে হয়না।

তিনি শিক্ষা বিস্তারে নিবেদিত প্রাণ হিসেবে তিনি  প্রয়াত মাতা করুনা দেওয়ানের নামে দি মনোঘরিয়ান্স এর মাধ্যমে একটি স্কলারসীপ চালু করেন। তিনি বলেন, বিন্দু বিন্দু জল থেকে সিন্ধুর উৎপত্তি হয়। এভাবে সকল বিজ্ঞমহলকে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন। প্রয়াত মাতা করুনা দেওয়ান মেমোরীয়াল স্কলারসীপ এর জন্য তিনি দুই লক্ষ(২,০০,০০০)টাকা পরিচালনা পর্ষদ এর সহসভাপতি শ্রীমৎ শ্রদ্ধালংকার মহাথেরর হাতে তুলে দেন।

এছাড়া পরিচালনা পর্ষদ এর যুগ্ম সম্পাদক শ্রীমৎ বুদ্ধদত্ত মহাথের, সাধারণ সম্পাদক কীর্তি নিশান চাকমা, আবাসিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক বাবু শিশির কান্তি চাকমা বক্তব্য রাখেন।

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.