বান্দরবানে জেএসএস কর্মীদের ওপর সেটেলার বাঙালীরা অর্তকিতে হামলা আহত ১০


সেটেলারদের হামলায় আহত জেএসএম নেতা
আজ সন্তু বাবু দলীয় সফরে বান্দরবানে গেলে জেএসএস কর্মীদের ওপর সেটেলার বাঙালীরা অর্তকিতে হামলা চালিয়ে কমপক্ষে ১০ জনকে মারাত্মক জখম করে। ছবিতে তার প্রত্যক্ষ প্রমাণ। আমি তীব্র নিন্দা জানাচ্ছি। এ থেকে প্রতীয়মান হয় শাসকগোষ্ঠী, সেনাবাহিনী, সেটেলাররা আমাদের জুম্মদের একটুও ভয় পায়না। আমাদেরকে মানুষ হিসেবে, এদেশের নাগরিক হিসেবে গণ্য করে না। তাই জুম্ম জনগণকে প্রতিনিয়ত হত্যা, হামলা, ধর্ষণ, নির্যাতন করেই যাচ্ছে, নিজ ভিটে মাটি কেড়ে নিচ্ছে। অথচ আমরা সাহসী, বীর, সংগ্রামী জাতি হয়েও, শক্তি, সামর্থ্য থাকা সত্বেও শক্তভাবে প্রতিরোধ, প্রতিহত, প্রতিশোধ নিতে পারছি না। না পারছি পিতৃসম্পত্তি রক্ষা করতে, না পারছি মা-বোনের সম্মান রক্ষা করতে, না পারছি চুক্তি আদায় করতে, না পারছি পূর্ণস্বায়ত্ত শাসন আদায় করতে, পারছি না জুম্ম জনগণকে বাঁচাতে। এই যে চরম দুর্বলতা, চরম ব্যর্থতা আমাদেরই সৃষ্ট। আজ যদি ঐক্যবদ্ধ হতাম কোন সেনাবাহিনী, কোন সেটেলার আমাদের উপর কিভাবে হামলা করে দেখিয়ে দিতাম। আমরা নিজেরাই নিজ জাতিকে ধ্বংস করছি, শাসকগোষ্ঠীর খাদ্যে পরিণত হচ্ছি, নিজেদের ভাগ্য নিজেরাই বিনষ্ট করছি। জাতির এ অমানিশার দিনে ঐক্যবদ্ধ হওয়া বড়ই প্রয়োজন। বান্দরবানের ঘটনায় শিক্ষা দেয় এখনি আমাদের ঐক্য গড়ার।

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.