খাগড়াছড়িতে চাকমা স্কুলছাত্রীকে গণধর্ষণ, ছাত্রলীগ নেতা আটক

খাগড়াছড়ি জেলার দীঘিনালায় ১০ম শ্রেণীর চাকমা স্কুলছাত্রীকে (১৫) গণধর্ষণের প্রধান অভিযুক্ত কবাখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার হোসেনকে আটক করেছে পুলিশ।

উপজেলার কবাখালীতে সোমবার রাত সোয়া ১টার দিকে এ গণধর্ষণের ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার পূর্ব কাঁঠালতলী থেকে শাহরিয়ার হোসেনকে আটক করা হয়।

ওই স্কুলছাত্রীর আত্মীয় চম্পা চাকমা জানান, স্কুলছাত্রীটি ১০ম শ্রেণীর ছাত্রী। সে সোমবার দীঘিনালা সদরে একটি ধর্মীয় অনুষ্ঠানে আসে। রাত ১২টার দিকে বাসায় ফেরার পথে ৪ যুবক তাকে ধর্ষণ করে। পরে স্কুলছাত্রীটিকে উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে ভর্তি করা হয়।

দীঘিনালা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু জানান, কবাখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার হোসেনের (২৭) নেতৃত্বে মৎস্যজীবী লীগের সদস্য আমির হোসেন (২৮), সোহাগ মিয়া (৩০) ও সাইফুল ইসাম (২৬) মিলে এ ধর্ষণের ঘটনা ঘটায়।

তিনি জানান, অভিযুক্ত ছাত্রলীগ নেতা শাহরিয়ার সোহেলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অপর ৩জনকে বহিষ্কারের জন্য উপজেলা মৎস্যজীবী লীগকে অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদত হোসেন টিটু জানান, ঘটনার প্রধান আসামী শাহরিয়ার সোহেলকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

খাগড়াছড়ি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সঞ্জীব ত্রিপুরা জানান, এ ঘটনায় ডাক্তার আব্দুস সামাদকে প্রধান করে তিন সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.