হিলচাদিগাং বৌদ্ধ বিহারের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সম্পন্ন

“হিলচাদিগাং বৌদ্ধ বিহার” নানা প্রতিকুলতার মধ্য দিয়ে হাঁটি-হাঁটি পা-পা করে ৪ঠা জানুয়ারী সাত বছর পুরিপূর্ণ হয়েছে। এ উপলক্ষে আজ ১৬ জানুয়ারী ২০১৫ইং, ৩মাঘ ১৪২২বাংলা, রোজ শুক্রবার ‘হিল চাদিগাং বুড্ডিষ্ট ওয়েলফেয়ার সোসাইটির’ উদ্যোগে হিলচাদিগাং বৌদ্ধ বিহারে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা  হয়েছে। এ উপলক্ষে আম্বিয়া ভবন ছাদে সংঘদান ও অষ্টপরিস্কার দানানুষ্ঠান আয়োজন করা হয়েছে। উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ ড. জিনবোধি মহাথের, অধ্যাপক, পালি ও সংস্কৃত বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।  এতে ধর্মদেশনা প্রধান করেন বন্দর বৌদ্ধ বিহারের আবাসিক ভিক্ষু বোধি মিত্র স্থবির, বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহারের আবাসিক ভদন্ত ধর্মানন্দ ভিক্ষু। বাংলাদেশ বৌদ্ধ ফ্রন্ট এর সিনিয়র যুগ্ন সম্পাদক বাবু অমলেন্দু বড়ুয়া,
বাংলাদেশ বৌদ্ধ ফ্রন্ট  এর সাধারণ সম্পাদক বাবু রুবেল বড়ুয়া, বালাদেশ রিসসো কোসেই কাই এর সিইপিজেড শাখার পরিচালক বাবু অনিমেষ বড়ুয়া। অনুষ্ঠান পরিচালনা করেন হিলচাদিগাং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সাধনাজ্যোতি স্থবির। স্বাগত বক্তব্য প্রদান করেন বাবু অমিষ কান্তি দেওয়ান, পঞ্চশীল প্রার্থনা  করেন বাবু জুয়েল চাকমা, সহসভাপতি, হিল চাদিগাং বুড্ডিষ্ট ওয়েলফেয়ার সোসাইটির’। সভাপতি মহোদয় তাঁর নাতিদীঘ ধর্ম দেশনা প্রদান করে উৎসর্গ কার্য সমাধান করে কেক কেটে সভা সমাপ্ত করেন।

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.