বিশ্বশান্তি প্যাগোডার বৌদ্ধ ছাত্রাবাসে হামলা ও ভাংচুর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বৌদ্ধ ছাত্রদের জন্য নির্মিত বিশ্বশান্তি প্যাগোডার ছাত্রাবাসে হামলা চালিয়েছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। এ সময় বৌদ্ধ ও পাহাড়ি ছাত্রদের বেশ কয়েকটি কক্ষে ভাংচুর চালায় তারা। এক পর্যায়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ঘটে গোলাগুলির ঘটনা। ভাংচুর করা কক্ষগুলো সিলগালা করে দিয়েছে পুলিশ। রোববার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় দুই নম্বর গেট এলাকায় অবস্থিত ছাত্রাবাসটিতে এ ঘটনা ঘটে।

চবি প্রক্টর সিরাজ-উদ-দৌলা সমকালকে বলেন, 'ঘটনাস্থলে আমি ছিলাম না। তাই বিষয়টি সম্পর্কে অবগত নই।' তবে হাটহাজারী থানার ওসি মো. ইসমাইল সমকালকে জানান, প্রতিপক্ষের এক নেতা প্যাগোডায় অবস্থান করছেন জেনে ছাত্রলীগের আরেকটি গ্রুপ সেখানে গেলে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাংচুর হওয়া কক্ষগুলো সিলগালা করে দেওয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ছাত্রলীগের ক্যাম্পাস গ্রুপ ও ভিএক্স গ্রুপের মধ্যে রাত সাড়ে ১১টার দিকে প্রথমে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় ভিএক্স গ্রুপের কর্মীরা পাশের প্যাগোডার ছাত্রাবাসে ক্যাম্পাস গ্রুপের নেতারা অবস্থান করছেন জেনে সেখানে হামলা চালায়। এ সময় ভিএক্স গ্রুপের নেতাকর্মীরা ছাত্রাবাসের কয়েকটি কক্ষ ভাংচুর করেন।

ভিএক্স গ্রুপের নেতা হাবিবুর রহমান রবিন সমকালকে বলেন, 'সুমন মামুন, অমিত কুমার বসু ও রাকিব নামে ছাত্রলীগ নামধারী বহিরাগতরা বৌদ্ধ ও আদিবাসীদের জন্য সংরক্ষিত ছাত্রাবাস থেকে কয়েক ছাত্রকে বের করে দীর্ঘদিন ধরে সেখানে অবস্থান করছিল। রোববার আমাদের কিছু জুনিয়র নাস্তা করতে সেখানে গেলে রাকিবসহ কয়েকজন তাদের হুমিক দেয়। তাই এ ঘটনাটি ঘটে।'

ক্যাম্পাস গ্রুপের নেতা সুমন মামুন বলেন, 'ক্যাম্পাসে যখন শিবিরবিরোধী আন্দোলন চলছে, ঠিক সেই মুহূর্তে ছাত্রলীগের ওপর যারা হামলা চালায় তারা শিবিরকে প্রতিষ্ঠা করতেই পরিকল্পিতভাবে কাজ করছে। ধর্মীয় উপাসনালয়ে ঢুকে যারা লুটপাট করতে পারে তারা কখনও প্রগতিশীল হতে পারে না।'

সংবাদ : সমকাল (২৩ সেপ্টেম্বর, ২০১৪)।

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.