একটি মানবিক সাহায্যের আবেদন
অতিথি দেওয়ান বাঁচতে চায়, তাকে বাঁচাতে মানবিক সাহায্যের আবেদন মেয়েটির নাম অতিথি দেওয়ান, বাবার নাম বীরমঙ্গল দেওয়ান। গ্রাম- জগনাতলী, উপজেলা : নান্নে চর, জেলা রাঙ্গামাটি। বয়স ২২ বছর। সে ২ বছর যাবৎ দুরারোগ্যে “ লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে ভারতে চিকিৎসাধীন। তার চিকিৎসার জন্য ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকার প্রয়োজন। অতিথি দেওয়ান এর গরীব বাবার এত টাকা যোগাড় করা সম্ভব না হওয়ায় সমাজের বিত্তবান,
ধার্মিক, প্রবাসীসহ সকল মানবতাবাদীদের অর্থ সাহায্যের আবেদন করছে। আপনার সামান্য সহযোগিতা অতিথি দেওয়ান এর বড় পাওয়া। ফিরে পেতে পারে অতিথি দেওয়ান এর জীবন। সহযোগিতার জন্য প্রয়োজনে সরাসরি যোগাযোগ করা যাবে। অতিথি দেওয়ান
এ/সি নং ৬৯৪২
সোনালী ব্যাংক,
মহালছড়ি শাখা
খাগড়াছড়ি জেলা।
মোবাইল নং-০১৮২৩১১৮৩৪৩
By:-- Milton Chakma
ধার্মিক, প্রবাসীসহ সকল মানবতাবাদীদের অর্থ সাহায্যের আবেদন করছে। আপনার সামান্য সহযোগিতা অতিথি দেওয়ান এর বড় পাওয়া। ফিরে পেতে পারে অতিথি দেওয়ান এর জীবন। সহযোগিতার জন্য প্রয়োজনে সরাসরি যোগাযোগ করা যাবে। অতিথি দেওয়ান
এ/সি নং ৬৯৪২
সোনালী ব্যাংক,
মহালছড়ি শাখা
খাগড়াছড়ি জেলা।
মোবাইল নং-০১৮২৩১১৮৩৪৩
By:-- Milton Chakma


No comments
Post a Comment