পুলিশের নোটিশের পরও বেতছড়ি রিসসো কোসেই কাই-এর স্থাপনা ভেঙ্গে দেয় সেটেলাররা

খাগড়াছড়ি সদরের  কমলছড়ি ইউনিয়নের “বেতছড়ি রিসসো কোসেই কাই সেন্টার”–এর নির্মিতব্য একটি স্থাপনা পুলিশের নোটিশের পরও সেটেলাররা ভেঙ্গে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। গত ১৬ জুলাই বুধবার রাতে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে কে বা কারা এটি ভেঙে দিয়েছে তা জানা না গেলেও স্থানীয় পাহাড়িরা এ ঘটনার জন্যে সেটলার বাঙালিদের দায়ী করেছেন। এর আগে গত ৮ মে সেটেলাররা এর ভিত্তি প্রস্তর ভেঙে দিয়ে সাইনবোর্ডটি খুলে নিয়েছিলো।
BetchariRKKCএদিকে, গত ২৩/০৬/১৪ইং পুলিশ সুপার কার্যালয় স্মারক নং -১৬৮৫/২য় খন্ড মূলে উভয় পক্ষকে নোটিশের মাধ্যমে নালিশি জায়গায় স্থিতাবস্থাসহ শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রদান করা হয়। তদুপরি গত ১৫ জুলাই সহকারী পুলিশ কমিশনার কর্তৃক আয়োজিত এক সভায় আবারও উভয় পক্ষকে একই নির্দেশ প্রদান করা হয়। এরপরও নির্মিতব্য স্থাপনা ভেঙে দেয়ার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা সন্দেহ দেখা দিয়েছে।
উল্লেখ্য, রিসসো কোসেই-কাই হলো জাপান ভিত্তিক একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা। বিশ্বের বিভিন্ন দেশে এর শাখা রয়েছে। পার্বত্য চট্টগ্রামসহ বাংলাদেশেও এই সংগঠনটির ১২টি শাখা আছে। বেতছড়িতে বৌদ্ধ মন্দির, ভাবনা কেন্দ্র সহ বেশ কিছু স্থাপনা নির্মানের পরিকল্পনা রয়েছে রিসসো কোসেই কাই-এর।

গত ১৯ এপ্রিল “রিসসো কোসেই কাই-বাংলাদেশ” এর মিনিস্টার দি  রেভারেন্ড মিটসুয়ুকি আরিতোমি “বেতছড়ি রিসসো কোসেই কাই সেন্টারের” খাগড়াছড়ি শাখার ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এরপর ১৬ মে ২০১৪ বেতছড়ি রিসসো কোসেই কাই সেন্টারের অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয়।

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.