রাঙ্গামাটির সাজেক-এ বুদ্ধমূর্তি স্থাপনে প্রশাসনের বাধাঃ বিরাজ করছে চাপা উত্তেজনা

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজো বাজারে একটি বুদ্ধ নির্মাণে বাধা দিচ্ছে স্থানীয় প্রশাসন। আর এ ঘটনাকে কেন্দ্র করে এলাকার বৌদ্ধ জনগোষ্ঠীর মাঝে চলছে চাপা উত্তেজনা।


জানা গেছে, সম্প্রতি বাঘাইছড়ির সাজেক-এর উজো বাজারের কাছেই একটি বুদ্ধ মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নেয় স্থানীয় বৌদ্ধ জনগোষ্ঠী। এ সিদ্ধান্ত নেয়ার পরে প্রশাসন তাতে বাধার সৃষ্টি করে।

এ প্রেক্ষিতে, আজ মঙ্গলবার রাদিন বুদ্ধ মূর্তি নির্মানস্থলে স্থাণীয় বৌদ্ধ জনসাধারন জড়ো হয়ে মূর্তি স্থাপন করতে চাইলে বাঘাইছড়ি প্রশাসনের পক্ষ থেকে পুলিশ ফোর্স মোতায়েন করে মূর্তি নির্মাণে বাধার সৃষ্টি করা হয়। এ অবস্থায়, স্থানীয়রা যে কোন মূল্যে বুদ্ধ মূর্তি নির্মাণ কাজ এগিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়। ফলে সারাদিন পুলিশের উপস্থিতি থাকলেও কাজ শুরু করে দিয়েছেন স্থানীয় বৌদ্ধরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত, এখনো উজো বাজারে বিপুল সংখ্যক স্থানীয়রা বুদ্ধ মূর্তি নির্মাস্থলে অবস্থান করছেন। তবে, পুলিশ পাঠিয়ে ফল না পাওয়ায়, স্থানীয় বাঘাইছড়ি প্রশাসন বিকেলের পরে সেনাবাহিনীর একটি দলকে সেখানে পাঠায় বলে অভিযোগ পাওয়া গেছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক এলাকাবাসী ধম্মইনফো-কে মুঠোফোনে জানান, সন্ধ্যার পরে রাত ৯ টার দিকে ২৫-৩০ জনের একটি আর্মি ফোর্সকে টহল দিতে দেখা গেছে। তিনি আরো জানান, তাঁরা বুদ্ধ মূর্তি স্থাপনের সিদ্ধান্তে অনড় এবং যে কোন মূল্যে বুদ্ধমূর্তি নির্মাণ হবেই।

প্রশাসন ও জনসাধারনের এমন মুখোমুখি অবস্থানের ফলে যে কোন মুহুর্তে সংঘাত ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রশাসনে কেন বুদ্ধ মূর্তি স্থাপন করতে নারাজ সে ব্যাপারে কোন ব্যাখ্যা পাওয়া যায়নি।
তথ্যসুত্র : ধম্মইনফো

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.