রাজধানীতে দুই চাকমা তরুণী অপহৃত

চট্টগ্রাম থেকে বাঙ্গালী বন্ধুর সাথে বেড়াতে এসে পুরান ঢাকায় অপহৃত হয়েছেন দুই চাকমা তরুণী। প্রাথমিক তথ্য অনুযায়ী, অপহৃতদের একজন ন্যান্সি চাকমা। তার বাড়ি রাঙামাটির নানিয়ার চর উপজেলা এলাকায়। অপরজনের নাম জানা যায়নি। তার বাড়ি খাগড়াছড়ি। দুজনই কর্মজীবী। গতকাল সোমবার সন্ধ্যায় খবর পেয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের উদ্ধার তৎপরতা শুরু করেছে।

বিভিন্ন অনলাইন ও দৈনিক সংবাদ পত্রের তথ্য থেকে জানা যায়, মেয়ে দুটিকে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। কিন্তু বিস্তারিত তথ্যের অভাবে অভিযান চালাতে সমস্যা হচ্ছে। বংশালের কোন বাড়িতে তাদের আটকে রাখা হয়েছে, আমরা তা এখনো সনাক্ত করতে পারেনি পুলিশ।

সংবাদ সূত্র জানায়,ওই দুই তরুণী তিন দিন আগে চট্টগ্রাম থেকে ঢাকায় বেড়াতে আসেন। কয়েকজন বাঙালি ছেলে বন্ধুদের সঙ্গে বেড়ানোর পর তারা বাড়ি ফিরতে চাইলে বন্ধুরা তাদের বংশালের একটি বাড়িতে আটকে রাখে। সোমবার ন্যান্সি চাকমা মোবাইল ফোনে তার গ্রামের বাড়িতে তাদের অপহরণের ঘটনাটি জানায়। কিন্তু নেটওয়ার্কের সমস্যার কারণে এরচেয়ে বেশি কিছু তিনি জানাতে পারেননি। তার আগেই টেলিফোন সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায়।[খবর, দৈনিক নয়া দিগন্ত, দৈনিক আজকালের খবর,বাংলামেইল-ডট-কম, দৈনিক সংবাদ, দৈনিক ইত্তেফাক, দৈনকি সংবাদ]


No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.