রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম কমিশনের গাড়িবহরে হামলার ঘটনায় দুটি মামলা


রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম কমিশনের গাড়িবহরে হামলার ঘটনায় দুইটি মামলা দায়ের হয়েছে। একটি মামলা করেছে পুলিশ, অপরটি পার্বত্য চট্টগ্রাম কমিশন।

আজ সোমবার পার্বত্য চট্টগ্রাম কমিশনের পক্ষে সংস্থাটির সমন্বয়ক হানা শামস আহম্মেদ পার্বত্য নাগরিক পরিষদ নেত্রী নুরজাহান বেগম ও হিরু তালুকদারের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪০-৫০ জনকে আসামি করে কোতোয়ালি থানার মামলা দায়ের করেন। এর আগে গতকাল রবিবার পুলিশের পক্ষে এএসআই আফিলউদ্দিন বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ৪০-৫০ জনকে আসামি করে দ্বিতীয় মামলাটি দায়ের করেছিন।

এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি ও ওই দিনের ঘটনায় আহত মনু সোহেল ইমতিয়াজ জানান, দুটি মামলা রেকর্ড হয়েছে। এখন আইনগত প্রক্রিয়ায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, গত শনিবার রাঙামাটি সফরে আসা পার্বত্য চট্টগ্রাম কমিশনকে প্রতিহত করার ঘোষণা দিয়ে শহরের বিভিন্ন স্থানে ব্যারিকেড দিয়ে পর্যটন মোটেলে পার্বত্য চট্টগ্রাম কমিশনের সদস্যদের অবরুদ্ধ করে রাখে ছয়টি বাঙালী সংগঠনের নেতা-কর্মীরা। এক পর্যায়ে পুলিশি সহযোগিতায় তারা মোটেল থেকে বের হয়ে রাঙামাটি ছেড়ে যাওয়ার উদ্দেশে রওনা হলে ডিয়ার পার্ক এলাকায় তাদের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে অবরোৃধকারিরা। এতে ওসি সোহেল ইমতিয়াজ, সংস্থাটির রিচার্স অফিসার ও সাবেক হিল উইমেন্স ফেডারেশন নেত্রী ইলিরা দেওয়ান মাথায় আঘাত পান। একই সময় টিআইবির নির্বাহী পরিচালক ড. ইখতেখারুজ্জামান হাতের আঙ্গুলে আঘাত পান।

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.