খাগড়াছড়ি জেলা শহরে সচেতন নাগরিক সমাজের সংবাদ সম্মেলন
দীঘিনালার বাবুছড়ায় বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপনের নামে জমি বেদখল, গ্রামবাসীর ওপর হামলা, বসতভিটা থেকে উচ্ছেদ মিথ্যা মামলা ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে সচেতন নাগরিক সমাজ।
মঙ্গলবার বেলা ১১টায় শহরের একটি কনভেনশন সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন কিরণ মারমা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাবীদ অনন্ত বিহারী খীসা, প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান, পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য বিনোদ বিহারী চাকমা, হেডম্যান অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা প্রমুখ।
সংবাদ সম্মেলনে বলা হয়, বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের নামে বাবুছড়ার শশী মোহন কার্বারী পাড়া এবং যত্ন মোহন কার্বারী পাড়া এলাকায় স্থানীয় বাসিন্দাদের জায়গা জোরপূর্বক দখল করা হয়। ১০ জুন স্থানীয় বাসিন্দারা এর প্রতিবাদ করতে গেলে বিজিবির হামলার স্বীকার হন।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। মামলায় ছয়জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে দুই নারীকে মুক্তি দিলেও বাকিদের অন্যায়ভাবে আটকে রাখা হয়।
সংবাদ সম্মেলনে দীঘিনালা ৫১ বিজিবি ব্যাটালিয়ন স্থাপন বন্ধ করে বিজিবি সদস্য প্রত্যাহার, অপ্রীতিকর ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহার, গ্রেফতারকৃতদের মুক্তি ও উচ্ছেদকৃত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়াসহ পাঁচটি দাবি তুলে ধরা হয়।
No comments
Post a Comment