গওহর রিজভী - এ বছরই পাবর্ত্য শান্তিচুক্তি বাস্তবায়ন
চুক্তি বাস্তবায়নে ষড়যন্ত্রকারীদেরকে বাধা না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাধা দিলে চুক্তি বাস্তবায়ন হবে না। এ চুক্তি বাস্তবায়ন আদিবাসীদের অধিকার। বর্তমান সরকার এ চুক্তি করেছে এবং এ সরকারই এ চুক্তি বাস্তবায়ন করবে। প্রধানমন্ত্রী পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি। চুক্তি বাস্তবায়নে আদিবাসীদের সহযোগিতা করার দাবি জানিয়ে তিনি বলেন, চুক্তির যে যে অংশ বিলড আপ হয়েছে তা বাস্তবায়নের ক্ষেত্রে আদিবাসীদের সহযোগিতা করতে হবে। না হয় তা সফল করা যাবে না। তবে চুক্তি শতভাগ বাস্তবায়ন কারো পক্ষে সম্ভব নয় বলেও স্বীকার করেন তিনি। চুক্তি বাস্তবায়নের শেষে পার্বত্য চট্টগ্রাম নির্বাচন দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন হয়েছে অনেক বছর। এর কারণেও পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। চুক্তি বাস্তবায়নের পর পরই নির্বাচন দেওয়া হবে।
সেমিনারে জাতীয় মানবাধিকার কাউন্সিল চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস, আশা ইউনিভার্সিটির ড. ডালিম চন্দ্র বর্মন প্রমুখ উপস্থিত রয়েছেন। অনুষ্ঠানে আদিবাসী অধিকার উপলদ্ধি এবং আইএলও কনভেনশন নং ১০৭, ১৬৯ এর ওপর কী নোট উপস্থাপন করেন বিআইপিই সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং
No comments
Post a Comment