রাঙমাটির বাঘাইছড়িতে আজ আইনশৃংলা বিষয়ক সভার

রাঙমাটির বাঘাইছড়িতে আজ আইনশৃংলা বিষয়ক সভার আয়োজন করা হবে বলে জানা গেছে। বাঘাইছড়ি উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিতব্য উক্ত সভায় উপজেলা চেয়ারম্যান বড়ঋষি চাকমা উপস্থিত থাকবেন।

সম্প্রতি বঙলতুলি ইউনিয়েনের তদেকমারা কিজিঙে বুদ্ধমুর্তি নির্মাণ করতে গেলে প্রশাসসনের বাধা প্রদানের কারণে যে উদ্ভুত পরিবেশের সৃষ্টি হয়েছে সে বিষয়েও উক্ত সভায় আলোচনা করা হবে বলে খবর পাওয়া গেছে। তদেকমারা কিজিঙের ভাবনা কুটির ও বুদ্ধমুর্তি নির্মাণকারী এলাকাবাসীর পক্ষ থেকে উক্ত সভায় উপস্থিত থাকবেন ভাবনা কুটিরের দায়িকা করুনা তালুকদার, অংগীরাজ চাকমা ও নাতিম কারবারী।

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.