ছেলেটির সাহাষ্যের প্রয়োজন

“মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি কি পেতে পারি না”
সুধী,
   অতি দুঃখের সাথে জানাচ্ছি যে, মি. শ্যাম রতন চাকমা  পিতা : নয়াসেন চাকমা, মাতা : সূর্যমূখী চাকমা, বোন : কবিতা চাকমা।রোগীর নাম বাবু শ্যাম রতন চাকমা, (বয়স ২৫ বছর), পিতা : বাবু নয়া সেন চাকমা, মাতা : সূর্য মূখী চাকমা. গ্রাম : নলবুনিয়া, ডাকঘর : বরকল , থানা : বরকল, জেলা : রাঙ্গামাটি । ডাক্তারেরা পরীক্ষা করে বলেছেন তার মাথায় “ব্রেন টিউমার” হয়েছে । তার বাবা অত্যন্ত গরীব হওয়াই চিকিৎসার ব্যয় ভার বহন করতে অক্ষম । বর্তমানে অভাবে চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। তাই দান, শীল ব্যক্তিদের নিকেট আকুল আবেদন আপনার সামান্য দানে ছেলেটির জীবন অকালে ঝড়ে পড়া থেকে রক্ষা পাবে। আমরা কত টাকা কত ভাবে অপচয় করে থাকি, অন্তত সে অংশ থেকে কিছু দান করলে ছেলেটির জীবন এ সুন্দর পৃথিবী উপভোগ করার সুযোগ পাবে। কে জানে এই ছেলেটি একদিন বড় হয়ে দেশ ‍ও জাতির মুখ উজ্জল করবে। তাই আসুন অন্তত কিছু অংশ দান করে ছেলেটি জীবন বাঁচাতে এগিয়ে যায়।


আমাদের সামান্য সামান্য দানে ছেলেটির জীবন বাঁচানো সম্ভব হবে।

শ্রদ্ধাদান পাঠানোর ঠিকানা
:
কবিতা চাকমা : 01553073318

বিকাশ এর মোবাইল নম্বর ‍: 01839-233377
বিশেষ দ্রষ্টব্য : বিকাশ নাম্বারে টাকা পাঠানোর সময় ফোন করে নিশ্চিত হতে অনুরোধ করা গেল। প্রবাসী বন্ধুদের ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে সাহায্য পাঠানোর অনুরোধ করা গেল।

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.