ছেলেটির সাহাষ্যের প্রয়োজন

সুধী,
অতি দুঃখের সাথে জানাচ্ছি যে, মি. শ্যাম রতন চাকমা পিতা : নয়াসেন চাকমা, মাতা : সূর্যমূখী চাকমা, বোন : কবিতা চাকমা।রোগীর নাম বাবু শ্যাম রতন চাকমা, (বয়স ২৫ বছর), পিতা : বাবু নয়া সেন চাকমা, মাতা : সূর্য মূখী চাকমা. গ্রাম : নলবুনিয়া, ডাকঘর : বরকল , থানা : বরকল, জেলা : রাঙ্গামাটি । ডাক্তারেরা পরীক্ষা করে বলেছেন তার মাথায় “ব্রেন টিউমার” হয়েছে । তার বাবা অত্যন্ত গরীব হওয়াই চিকিৎসার ব্যয় ভার বহন করতে অক্ষম । বর্তমানে অভাবে চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। তাই দান, শীল ব্যক্তিদের নিকেট আকুল আবেদন আপনার সামান্য দানে ছেলেটির জীবন অকালে ঝড়ে পড়া থেকে রক্ষা পাবে। আমরা কত টাকা কত ভাবে অপচয় করে থাকি, অন্তত সে অংশ থেকে কিছু দান করলে ছেলেটির জীবন এ সুন্দর পৃথিবী উপভোগ করার সুযোগ পাবে। কে জানে এই ছেলেটি একদিন বড় হয়ে দেশ ও জাতির মুখ উজ্জল করবে। তাই আসুন অন্তত কিছু অংশ দান করে ছেলেটি জীবন বাঁচাতে এগিয়ে যায়।
No comments
Post a Comment