শ্রীমৎ উ. পান্ডিতা মহাথেরোর জীবন পঞ্জী
শ্রীমৎ সাধনাজ্যোতি ভিক্ষু
বিিএ (অনার্স) এম, এ. এম,এড.
১. নাম : শ্রীমৎ উ. পান্ডিতা মহাথেরোর
২. গৃহী নাম : বাবু সেলুং রাখাইন
৩. জন্ম তারিখ : ১৯৩৯ ইংরেজী ০২ মে মাসে।
৪. পিতার নাম : বাবু হারি অং রাখাইন।
৫. মাতার নাম : শ্রীমতি প্রুমারী রাখাইন
৬. ম্বামী /স্ত্রীর নাম : নাই
৭. ছেলে-মেয়ের নাম : নাই
৮. ভাই-বোনের নাম : দুই ভাই দুই বোনের মধ্যে তিনি তৃতীয়।
৯. স্থায়ী ঠিকানা :
গ্রাম : চৌপলদন্ডী দক্ষিণ রাখাইন পাড়া
উপজেলা : কক্সবাজার সদর
জেলা : কক্সবাজার
১০. শিক্ষাগত যোগ্যতা : স্থানীয় প্রাইমারী শিক্ষা সমাপ্ত করে হাই স্কুল হতে এস,এস,সি পাশ করেন।
১১. ধর্মীয় ভাবে শিক্ষাগত যোগ্যতা : বার্মা হতে বি,এ পাসসহ ধম্মচরিয়া বা ধর্মাচায্য উপাধি পাস করেন।
১২. সম্মাননা/ উপাধি প্রাপ্ত সাল ও তারিখ
১৩. কর্মজীবন বা অবদান : বার্মা বিদ্যা শিক্ষা গ্রহন করারপর ১৯৮৩ ইংরেজীতে রাঙ্গামাটি বরকল সদর বৌদ্ধ বিহারে অধ্যক্ষ পদ লাভ করেন এবং মৃত্যু আগ পর্যন্ত সেই বিহারে অবস্থান করেন। তিনি ১৯৯৩ইংরেজী হতে পার্বত্য ভিক্ষুসংঘ বাংলাদেশ বরকল জুরাছড়ি থানা শাখার সম্মাণিত সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব পালন করেন।
১৪. পত্রিকা বা ম্যাগাজিন সম্পাদনা নাম ও সাল : নাই
১৪. পিতা ও মাতার অবদান : নাই
১৫. বিদেশ থেকে প্রাপ্ত উপাধি নাম, সাল ও প্রতিষ্ঠানের নাম: নাই
১৬. নিজ লেখা বইয়ের নাম ও প্রকাশ সাল : নাই
১৭. প্রবজ্য ও উপসম্পদার বিবরণ :
প্রবজ্যা : ১৯৫০ ইংরেজীতে
দীক্ষা গুরুর নাম : প্রখ্যাত ধর্মাচার্য পন্ডিত ভদন্ত উ. ইন্দা ছক্কা ছেয়াদ।
উপসম্পদা গুরুর নাম : বাংলদেশ তংসুয়েরোয়া সংঘ নিকায়ের ৫ম সংঘরাজ গণাচার্য্য ও পান্ডিতা ভদন্ত উ. অ¹ ধম্ম রোদোগ্রী (ঞারাচারা) মহাস্থবির।
উপসম্পদার তারিখ ও সাল : ২৮ এপ্রিল ১৯৫৮ ইংরেজীতে ১৯ বছর ৩মাস (গর্ভে ১০মাস ১০দিন সহ) বয়সে।
উপসম্পদা সীমার নাম : চৌপলদ- বৌদ্ধ বিহারের পাষাণ সীমায়।
১৮. মৃত্যুর তারিখ ও সাল : ২০১২ ইংরেজী ২৯ আগষ্ট রোজ বুধবার ৭৩ বছর বয়সে।
১৯. শেষকৃত্য অনুষ্ঠান তারিখ ও সাল : ১৪ মার্চ ২০১৩ ইংরেজী বরকল স্থানীয় মাঠ।
(জ্ঞানতাপস উ. পান্ডিতা স্মারক, সম্পাদক, ভদন্ত বিমলজ্যোতি মহাথের- প্রকাশকাল ১৪মার্চ ২০১৩ইং)
বিদ্র : আমি যতটুকু সংগ্রহ করতে পেরেছি তাই
এখানে উল্লেখ করেছি। ভন্তের জীবন পঞ্জী তথ্যবহুল করতে কোন ব্যক্তি বা
ভিক্ষু তথ্য দিয়ে সহযোগিতা করলে কৃতার্থ থাকবো।
No comments
Post a Comment