খাগড়াছড়িতে বৈসাবি উৎসবের উদ্বোধন করলেন জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা
খাগড়াছড়ি শুরু হলো পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব ঐতিহ্যবাহী
বৈসাবি(বৈসু,সাংগ্রাইং,বিঝু,বিষু,বিহু)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ উৎসবের
উদ্বোধন করেন, জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা। পরে তিনি পুরাতন বছরকে
ফেলে নতুন বছরকে বরন করে মারমাদের জলকেলী উৎসব(পানি খেলা) উপভোগ ও রমেশ
চাকমার একক আলোকচিত্র প্রদর্শনী এবং মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। পরে
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত এই উৎসব
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের
চেয়ারম্যান চাইথোঅং মারমা, রিজিয়ন কমান্ডারের প্রতিনিধি মেজর মোঃ মঈন,পুলিশ
সুপারের প্রতিনিধি সহকারী পুলিশ সুপার সরোয়ারুল আলম ও খাগড়াছড়ি ক্ষুদ্র
নৃগোষ্ঠী ইনস্টিটিউটের উপ-পরিচালক সুসময় চাকমা।
বৈসাবি উপলক্ষে বুধবার বিকাল ৪টায় খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী
ইনস্টিটিউটের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা,বিকাল ৫টায় বেইন বুনন
প্রতিযোগিতা ও সন্ধ্যা ৭টায় সাঁওতাল শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান,
বৃহস্পতিবার বিকাল ৫টায় পাজন রান্নার প্রতিযোগিতা, চ্যানেল আই সেরা কন্ঠের
শিল্পী পায়েল ত্রিপুরার একক গানের এ্যালবামের মোড়ক উম্মোচন ও হিল
কালচারারেল অর্গানাইজেশনের পরিবেশনায় চাকমা নাটক পরিবেশন করা হয়।
এছাড়া শুক্রবার(১১এপ্রিল) খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে
পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানিয়ে পাহাড়ী’র বিভিন্ন
জাতি-গোষ্ঠীর বর্ণাঢ্য র্যালী, শনিবার(১২এপ্রিল) নদীতে ফুল ভাসানো,
রবিবার(১৩এপ্রিল) মারমা সম্প্রদায়ের জলকেলী উৎসব(পানি খেলা) ও
সোমবার(১৪এপ্রিল) জেলা প্রশাসনের উদ্যোগে শুভ ১লা বাংলা নব বর্ষের
র্যালীসহ বর্ণাঢ্য অনুষ্ঠান মালা পালন করবে
No comments
Post a Comment