রাজগুরু অগ্রবংশ মহাথের জীবন পঞ্জী
শ্রীমৎ সাধনাজ্যোতি ভিক্ষু
বিিএ (অনার্স) এম, এ. এম,এড.
১. নাম : রাজগুরু অগ্রবংশ মহাথের ।
২. গৃহী নাম : ফুল নাথ তঞ্চগ্যা।
৩. জন্ম তারিখ : ১৯১৯ ইংরেজী ০২ শে নভেম্বর।
৪. পিতার নাম : রুদ্রু সিংহ তঞ্চগ্যা।
৫. মাতার নাম : ইচ্ছাপুদি তঞ্চগ্যা।
৬. ম্বামী /স্ত্রীর নাম : চিংপুদি তঞ্চগ্যা। ১৯২৯ ইংরেজী ১৭ বছর বয়সে পরিনয় সূত্রে আবদ্ধ হন।
৭. ছেলে-মেয়ের নাম :
১. কনিকা তঞ্চগ্যা । এক পুত্রের নাম জানা যায়নি।
৮. ভাই-বোনের নাম :
১. অরুন কুমার তঞ্চগ্যা
২. কেশবনাথ তঞ্চগ্যা
৩. মেঘনাথ তঞ্চগ্যা
৪. পুলনাথ তঞ্চগ্যা
৫ . সহরাজিনা তঞ্চগ্যা
৬. বরুণা তঞ্চগ্যা
৯. স্থায়ী ঠিকানা :
গ্রাম : কুতুবদিয়া
উপজেলা : বিলাইছড়ি
জেলা : রাঙ্গামাটি
১০. প্রবজ্য ও উপসম্পদার বিবরণ :
১. প্রবজ্যা : ১৯২৯ ইংরেজী (২২ বছর বয়সে)
২. দীক্ষা গুরুর নাম : শ্রীমৎ উ. তিস্স মহাথের
৩. উপসম্পদা গুরুর নাম : শ্রীমৎ উ. তিস্স মহাথের
৪. উপসম্পদার তারিখ ও সাল : ১৯৩৯ ইংরেজী
৫. উপসম্পদা সীমার নাম : বগলতলী বিহারের পার্শ্বে উদকসীমা।
১১. শিক্ষাগত যোগ্যতা : ১৯৪৮ ইংরেজীতে বার্মায় গিয়ে লেপেডায় বিশ্ববিদ্যালয় ও কামায়ুডা বিশ্ববিদ্যায় হতে পালি সাহিত্যে এম, এ ডিগ্রি লাভ করেন।
১২. ধর্মীয় ভাবে শিক্ষাগত যোগ্যতা : শিক্ষা ইছামতি ধাতুচৈত্য বিহারে অবস্থান করে শ্রীমৎ পন্ডিত ধর্মানন্দ মহাথেরোর সান্নিধ্যে থেকে ত্রিপিটক অধ্যয়ন এবং (১৯৩৫ -১৯৩৯ইং) পালি টোল হতে সুত্ত , বিনয় ও অভিধম্মে আদ্য, মধ্য ও উপাধি পাশ করেন।
১৩. সম্মাননা/ উপাধি প্রাপ্ত সাল ও তারিখ : ১৯৫৮ সালে ৫ জানুয়ারী গৌতমমুনি রাজবিহারে রাজগুরুপদে অভিষিক্ত হন।
১৪. কর্মজীবন বা অবদান :
১৯৫৪-৫৬ সালে বুদ্ধের ২৫০০তম বুদ্ধজয়ন্তি উপলক্ষে বার্মায় অনুষ্ঠিত ষষ্ঠ বৌদ্ধ সংগীতিতি সংগীতিকারকের দায়িত্ব পালন করেন। ১৯৫৮ সালে ডিসেম্বর মাসে বার্মা হতে স্বদেশে চলে আসেন। ১৯৭৩ সালে জাপানে সাংস্কৃতিক ব্যুরো আয়োজিত সম্মেলনে যোগদান করেন। ১৯৫৮ সালে পার্বত্য চট্টল ভিক্ষু সমিতি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে পার্বত্য ভিক্ষু সংঘ নাম ধারণ করে। ১৯৫৯ সালে পার্¦ত্য বৌদ্ধ সমিতি গঠন করেন। ১৯৬০ সালে রাজ বিহারে পালি টোল, পালি কলেজ ও পরীক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেন। ১৯৬১ সালে মাইনি উদক সীমায় সাধক শ্রেষ্ঠ শ্রমণ সাধনানন্দ (বনভন্তে) কম্মবাচ্য আচার্য রুপে উপসম্পদা প্রদান করেন।১৯৬৬ সালে ১৩এপ্রিল রাঙ্গামাটি গৌতমমুনি রাজবিহারে মহাস্থবির পদে বরণ করা হয়। ১৯৭৪ ইংরেজীতে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে পি,এইচ,ডি পরীক্ষায় পরিক্ষক হিসেবে নিযুক্ত হন। ১৯৮২ সালে হল্যান্ডে অনুষ্ঠিত মানবাধিকার সম্মেলনে অংশগ্রহন করে পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লংঘনের বিষয় তুলে ধরেন এবং ভারতের প্রধান মন্ত্রী ইন্দ্রাগান্ধির সাথে সাক্ষাৎ করে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি সম্পর্কে তুলে ধরেন। ১৯৮৬ সালে ৩০ অক্টোবর ভারতে কলিকাতাস্থ চক-পাচঁরিয়া রাজাহাটে বিশাল জায়গা জুড়ে শ্রীমৎ বিমলতিষ্য মহাথেরসহ “শিশু করুণা সংঘ” প্রতিষ্ঠা করেন। ১৯৮৬ সালে নেদারল্যান্ডে অনুষ্ঠিত সম্মেলনে যোগদান করেন। ১৯৮৭ সালে নেপালে আন্তজার্তিক বৌদ্ধ সম্মেলনে যোগদান করে বিভিন্ন রাষ্ট্রের বৌদ্ধ প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। ২০০২ ইংরেজীতে ১৭ জানুয়ারী দীর্ঘ ২৪ বছর ভারতে অবস্থান করার পর স্বদেশে প্রত্যাবর্তন করেন। একই সালে ৭ এপ্রিল চাকমা রাজ বিহারে অধ্যক্ষ পদে বরণ করা হয়। ২০০৩ ইংরেজীতে ১৩ এপ্রিল পার্বত্য ভিক্ষুসংঘের ৪২তম বার্ষিক সম্মেলনে “মহাসংঘনায়ক” পদে অভিষিক্ত করা হয়।
১৫. পত্রিকা বা ম্যাগাজিন সম্পাদনা নাম ও সাল : ১৯৭৩ ইংরেজীতে পার্বত্য চট্টগ্রাম বৌদ্ধ সমিতি উদ্যোগে সর্ব প্রথম “শুভবাণী” স্মারক গ্রন্থ প্রকাশ করেন।
১৬. বিদেশ থেকে প্রাপ্ত ডিগ্রির নাম, সাল ও প্রতিষ্ঠানের নাম: ১৯৫৬ সালে বার্মায় বুদ্ধ শাসন কাউন্সিল হতে “অ¹মহাপন্ডিত” উপাধি লাভ করেন। ২০০৪ সালে ১৯ জানুয়ারী বার্মা সরকার কর্তৃক “অ¹মহাসদ্ধম্মজ্যোতিকাধজ্জ্ব” উপাধিতে ভূষিত করেন।
১৭. নিজ লেখা বইয়ের নাম ও প্রকাশ সাল : তার দীর্ঘ সাধনার ও গবেষনা দ্বারা আমাদেরকে ৩৫টি অমূল্য গ্রন্থ উপহার দিয়েছেন। তৎমধ্যে ১০টি গ্রন্থ প্রকাশিত হয়েছে নি¤েœ সেগুলোর নাম :
প্রকাশিত গ্রন্থাবলী ঃ
১. সমবায় বুদ্ধোপসনা ১৯৫৯ ইং
২. বৌদ্ধ পঞ্জিকা ১৯৬১ ইং
৩. বুদ্ধ উপাসনা (লোক বিভাগ) ১৯৪২ইং
৪. বুদ্ধ উপাসনা লোক বিভাগ) ১৯৪৮ইং
৫. চাকমা গীদেন্ডি মঙ্গসূত্র ১৯৭২ইং
৬. পরিনাম নাটক
৭. শ্রামণ কর্তব্য ১৯৭৭ইং
৮. ঞযব ংঃড়ঢ় এবৎড়পরফব রহ ঈযরঃঃমড়হম ঐরষষ ঞৎধপঃং ড়ভ ইধহমষধফবংয
৯. মানব ধর্ম পঞ্চশীল
১০. বুদ্ধ সামন্তিক ২০০৮ইং
অপ্রকাশিত গ্রন্থাবলী :
১. বিশুদ্ধি মার্গ (অখন্ড)
২. বির্দশ ভাবনা নীতি (৫ম খন্ড)
৩. অভিধম্ম সংগ্রহ
৪. ভিক্ষু প্রাতিমোক্ষ
৫. জন্ম-মৃত্যু কথা
৬. সাম্য বিনীকা
৭. চন্দ্রগুপ্ত (নাটক)
৮. বাসরের পথে (নাটক)
৯. রুপা নন্দা (নাটক)
১০. সঞ্চয়িতা
১১. বাংলাদেশে বড়–য়া জাতি
১২. মহাকাঠিন চীবর দানাদি
১৩. বুদ্ধও রবীন্দ্র নাথ
১৪. অগ্নিমশাল (গীতিমঞ্জুরী)
১৫. পথে তগেয়ে মন (চাকমা বাষায় গান)
১৬. চাঙমা কধানি ধর্মপদ
১৭. মহমানব গৌতম বুদ্ধ
১৮. অবিলাস্য সংবাদ (চাকমা বাসায় নাটক)
১৯. সিদ্ধার্থ চরিত্র
২০. মহাস্বপ্ন (নাটক
২১. বেস্সান্তর কীর্ত্তন
২২. মহাযাত্রী গীতিনাথ্য
২৩. দর্শন ও বিদর্শন
২৪. ধর্ম ও সমাজ
২৫. বুদ্ধের অবদান (৩য় খন্ড)
১৮. মৃত্যুর তারিখ ও সাল : ২০০৮ ইংরেজী ৫ জানুয়ারী শনিবার ৯৫ বছর ৬৯ বর্ষা বয়সে রাত ৯.৩০ মিনিটে রাঙ্গামাটি সদর হাসপাতালে পরলোক গমন করেন।
১৯. শেষকৃত্য অনুষ্ঠান তারিখ ও সাল : ২০০৮ সালে ৪,৫,৬ জানুয়ারী তিন দিন ব্যাপী রাজবিহার প্রাঙ্গণে মহাসমারোহে আন্তজার্তিক মর্যাদায় অন্তোষ্টিক্রিয়া সমাপ্ত হয়।
২. গৃহী নাম : ফুল নাথ তঞ্চগ্যা।
৩. জন্ম তারিখ : ১৯১৯ ইংরেজী ০২ শে নভেম্বর।
৪. পিতার নাম : রুদ্রু সিংহ তঞ্চগ্যা।
৫. মাতার নাম : ইচ্ছাপুদি তঞ্চগ্যা।
৬. ম্বামী /স্ত্রীর নাম : চিংপুদি তঞ্চগ্যা। ১৯২৯ ইংরেজী ১৭ বছর বয়সে পরিনয় সূত্রে আবদ্ধ হন।
৭. ছেলে-মেয়ের নাম :
১. কনিকা তঞ্চগ্যা । এক পুত্রের নাম জানা যায়নি।
৮. ভাই-বোনের নাম :
১. অরুন কুমার তঞ্চগ্যা
২. কেশবনাথ তঞ্চগ্যা
৩. মেঘনাথ তঞ্চগ্যা
৪. পুলনাথ তঞ্চগ্যা
৫ . সহরাজিনা তঞ্চগ্যা
৬. বরুণা তঞ্চগ্যা
৯. স্থায়ী ঠিকানা :
গ্রাম : কুতুবদিয়া
উপজেলা : বিলাইছড়ি
জেলা : রাঙ্গামাটি
১০. প্রবজ্য ও উপসম্পদার বিবরণ :
১. প্রবজ্যা : ১৯২৯ ইংরেজী (২২ বছর বয়সে)
২. দীক্ষা গুরুর নাম : শ্রীমৎ উ. তিস্স মহাথের
৩. উপসম্পদা গুরুর নাম : শ্রীমৎ উ. তিস্স মহাথের
৪. উপসম্পদার তারিখ ও সাল : ১৯৩৯ ইংরেজী
৫. উপসম্পদা সীমার নাম : বগলতলী বিহারের পার্শ্বে উদকসীমা।
১১. শিক্ষাগত যোগ্যতা : ১৯৪৮ ইংরেজীতে বার্মায় গিয়ে লেপেডায় বিশ্ববিদ্যালয় ও কামায়ুডা বিশ্ববিদ্যায় হতে পালি সাহিত্যে এম, এ ডিগ্রি লাভ করেন।
১২. ধর্মীয় ভাবে শিক্ষাগত যোগ্যতা : শিক্ষা ইছামতি ধাতুচৈত্য বিহারে অবস্থান করে শ্রীমৎ পন্ডিত ধর্মানন্দ মহাথেরোর সান্নিধ্যে থেকে ত্রিপিটক অধ্যয়ন এবং (১৯৩৫ -১৯৩৯ইং) পালি টোল হতে সুত্ত , বিনয় ও অভিধম্মে আদ্য, মধ্য ও উপাধি পাশ করেন।
১৩. সম্মাননা/ উপাধি প্রাপ্ত সাল ও তারিখ : ১৯৫৮ সালে ৫ জানুয়ারী গৌতমমুনি রাজবিহারে রাজগুরুপদে অভিষিক্ত হন।
১৪. কর্মজীবন বা অবদান :
১৯৫৪-৫৬ সালে বুদ্ধের ২৫০০তম বুদ্ধজয়ন্তি উপলক্ষে বার্মায় অনুষ্ঠিত ষষ্ঠ বৌদ্ধ সংগীতিতি সংগীতিকারকের দায়িত্ব পালন করেন। ১৯৫৮ সালে ডিসেম্বর মাসে বার্মা হতে স্বদেশে চলে আসেন। ১৯৭৩ সালে জাপানে সাংস্কৃতিক ব্যুরো আয়োজিত সম্মেলনে যোগদান করেন। ১৯৫৮ সালে পার্বত্য চট্টল ভিক্ষু সমিতি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে পার্বত্য ভিক্ষু সংঘ নাম ধারণ করে। ১৯৫৯ সালে পার্¦ত্য বৌদ্ধ সমিতি গঠন করেন। ১৯৬০ সালে রাজ বিহারে পালি টোল, পালি কলেজ ও পরীক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেন। ১৯৬১ সালে মাইনি উদক সীমায় সাধক শ্রেষ্ঠ শ্রমণ সাধনানন্দ (বনভন্তে) কম্মবাচ্য আচার্য রুপে উপসম্পদা প্রদান করেন।১৯৬৬ সালে ১৩এপ্রিল রাঙ্গামাটি গৌতমমুনি রাজবিহারে মহাস্থবির পদে বরণ করা হয়। ১৯৭৪ ইংরেজীতে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে পি,এইচ,ডি পরীক্ষায় পরিক্ষক হিসেবে নিযুক্ত হন। ১৯৮২ সালে হল্যান্ডে অনুষ্ঠিত মানবাধিকার সম্মেলনে অংশগ্রহন করে পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লংঘনের বিষয় তুলে ধরেন এবং ভারতের প্রধান মন্ত্রী ইন্দ্রাগান্ধির সাথে সাক্ষাৎ করে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি সম্পর্কে তুলে ধরেন। ১৯৮৬ সালে ৩০ অক্টোবর ভারতে কলিকাতাস্থ চক-পাচঁরিয়া রাজাহাটে বিশাল জায়গা জুড়ে শ্রীমৎ বিমলতিষ্য মহাথেরসহ “শিশু করুণা সংঘ” প্রতিষ্ঠা করেন। ১৯৮৬ সালে নেদারল্যান্ডে অনুষ্ঠিত সম্মেলনে যোগদান করেন। ১৯৮৭ সালে নেপালে আন্তজার্তিক বৌদ্ধ সম্মেলনে যোগদান করে বিভিন্ন রাষ্ট্রের বৌদ্ধ প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। ২০০২ ইংরেজীতে ১৭ জানুয়ারী দীর্ঘ ২৪ বছর ভারতে অবস্থান করার পর স্বদেশে প্রত্যাবর্তন করেন। একই সালে ৭ এপ্রিল চাকমা রাজ বিহারে অধ্যক্ষ পদে বরণ করা হয়। ২০০৩ ইংরেজীতে ১৩ এপ্রিল পার্বত্য ভিক্ষুসংঘের ৪২তম বার্ষিক সম্মেলনে “মহাসংঘনায়ক” পদে অভিষিক্ত করা হয়।
১৫. পত্রিকা বা ম্যাগাজিন সম্পাদনা নাম ও সাল : ১৯৭৩ ইংরেজীতে পার্বত্য চট্টগ্রাম বৌদ্ধ সমিতি উদ্যোগে সর্ব প্রথম “শুভবাণী” স্মারক গ্রন্থ প্রকাশ করেন।
১৬. বিদেশ থেকে প্রাপ্ত ডিগ্রির নাম, সাল ও প্রতিষ্ঠানের নাম: ১৯৫৬ সালে বার্মায় বুদ্ধ শাসন কাউন্সিল হতে “অ¹মহাপন্ডিত” উপাধি লাভ করেন। ২০০৪ সালে ১৯ জানুয়ারী বার্মা সরকার কর্তৃক “অ¹মহাসদ্ধম্মজ্যোতিকাধজ্জ্ব” উপাধিতে ভূষিত করেন।
১৭. নিজ লেখা বইয়ের নাম ও প্রকাশ সাল : তার দীর্ঘ সাধনার ও গবেষনা দ্বারা আমাদেরকে ৩৫টি অমূল্য গ্রন্থ উপহার দিয়েছেন। তৎমধ্যে ১০টি গ্রন্থ প্রকাশিত হয়েছে নি¤েœ সেগুলোর নাম :
প্রকাশিত গ্রন্থাবলী ঃ
১. সমবায় বুদ্ধোপসনা ১৯৫৯ ইং
২. বৌদ্ধ পঞ্জিকা ১৯৬১ ইং
৩. বুদ্ধ উপাসনা (লোক বিভাগ) ১৯৪২ইং
৪. বুদ্ধ উপাসনা লোক বিভাগ) ১৯৪৮ইং
৫. চাকমা গীদেন্ডি মঙ্গসূত্র ১৯৭২ইং
৬. পরিনাম নাটক
৭. শ্রামণ কর্তব্য ১৯৭৭ইং
৮. ঞযব ংঃড়ঢ় এবৎড়পরফব রহ ঈযরঃঃমড়হম ঐরষষ ঞৎধপঃং ড়ভ ইধহমষধফবংয
৯. মানব ধর্ম পঞ্চশীল
১০. বুদ্ধ সামন্তিক ২০০৮ইং
অপ্রকাশিত গ্রন্থাবলী :
১. বিশুদ্ধি মার্গ (অখন্ড)
২. বির্দশ ভাবনা নীতি (৫ম খন্ড)
৩. অভিধম্ম সংগ্রহ
৪. ভিক্ষু প্রাতিমোক্ষ
৫. জন্ম-মৃত্যু কথা
৬. সাম্য বিনীকা
৭. চন্দ্রগুপ্ত (নাটক)
৮. বাসরের পথে (নাটক)
৯. রুপা নন্দা (নাটক)
১০. সঞ্চয়িতা
১১. বাংলাদেশে বড়–য়া জাতি
১২. মহাকাঠিন চীবর দানাদি
১৩. বুদ্ধও রবীন্দ্র নাথ
১৪. অগ্নিমশাল (গীতিমঞ্জুরী)
১৫. পথে তগেয়ে মন (চাকমা বাষায় গান)
১৬. চাঙমা কধানি ধর্মপদ
১৭. মহমানব গৌতম বুদ্ধ
১৮. অবিলাস্য সংবাদ (চাকমা বাসায় নাটক)
১৯. সিদ্ধার্থ চরিত্র
২০. মহাস্বপ্ন (নাটক
২১. বেস্সান্তর কীর্ত্তন
২২. মহাযাত্রী গীতিনাথ্য
২৩. দর্শন ও বিদর্শন
২৪. ধর্ম ও সমাজ
২৫. বুদ্ধের অবদান (৩য় খন্ড)
১৮. মৃত্যুর তারিখ ও সাল : ২০০৮ ইংরেজী ৫ জানুয়ারী শনিবার ৯৫ বছর ৬৯ বর্ষা বয়সে রাত ৯.৩০ মিনিটে রাঙ্গামাটি সদর হাসপাতালে পরলোক গমন করেন।
১৯. শেষকৃত্য অনুষ্ঠান তারিখ ও সাল : ২০০৮ সালে ৪,৫,৬ জানুয়ারী তিন দিন ব্যাপী রাজবিহার প্রাঙ্গণে মহাসমারোহে আন্তজার্তিক মর্যাদায় অন্তোষ্টিক্রিয়া সমাপ্ত হয়।
বিদ্র : আমি যতটুকু সংগ্রহ করতে পেরেছি তাই এখানে উল্লেখ করেছি। ভন্তের জীবন পঞ্জী তথ্যবহুল করতে কোন ব্যক্তি বা ভিক্ষু তথ্য দিয়ে সহযোগিতা করলে কৃতার্থ থাকবো।
No comments
Post a Comment