খাগড়াছড়ি সদরে কমলছড়ি গ্রামে পাহাড়ি ও বাঙ্গালি সংর্ঘষ

 


আন্দোলাল চাকমা (৪৫)     পান্দক চাকমা (৩৫)

অদ্য ২৫/০২/০১৪ ইং রোজ মঙ্গলবার খাগড়াছড়ির কমলছড়ির সাম্প্রদায়িক ঘটনায় সেটলার বাঙ্গালির হাতে গুরুতর আহত হন আন্দোলাল চাকমা (৪৫) এবং একজন আনসার এর হাতে লাঠি কর্তৃক আহত হন পান্দক চাকমা (৩৫) । তারা বর্তমানে খাগড়াছড়ি হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় রয়েছে ।
জানা যায়, আজ ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে সেটলার বাঙালিরা সবিতা চাকমার হত্যাকন্ডের ঘটনা বিষয়ে বাঙালি ছাত্র পরিষদের ব্যানারে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে মানবন্ধন শেষে ভুয়োছড়ি যাবার পথে কমলছড়ি এলাকায় গিয়ে পাহাড়িদের বিরুদ্ধে শ্লোগান দিলে উত্তেজনার সৃষ্টি হয়। সেটলারদের হামলায় একজন পাহাড়ি আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.