বেতছড়ির বড়নালে সেটলারদের হামলায় মা-ছেলে সহ আহত-৩
আহতদের মধ্যে রম্বা দেবী চাকমাকে বুকের বাম পাশে দা দিয়ে কুপিয়ে ও
লাঠিসোটা দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়। বিপ্লব জ্যোতি চাকমাকে দা,
কিরিচি দিয়ে মাথায়, পিঠে এবং পাশায় কোপ দিয়ে আহত করে সেটলাররা। আহতরা সবাই
খাগড়াছড়ির সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, আজ বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকালে সেটলার বাঙালিরা খাগড়াছড়ির
উপর বেতছড়িতে পাহাড়িদের উপর হামলা চালায়। এ হামলার পর দুপুর ১২টার দিকে
সেটলাররা বড়নাল গ্রামে ঢুকে সেখানে বসবাসরত পাহাড়িদের উপর চড়াও হয়ে হামলা
করে।
আহত ও তাদের আত্মীয়-স্বজনের সাথে কথা বলে জানা গেছে, রম্বা দেবী চাকমা
গোসল করতে গেলে ভুয়োছড়ি নোয়া বাজারের চান মিয়া সহ ৫-৬ জন সেটলার তাকে ঘিরে
ধরে এবং বুকের বাম পাশে দা দিয়ে কোপ দিয়ে আহত করে। অপরদিকে মামনি চাকমাকে
ভূয়াছড়ি গ্রামের সেটলার জাহেদুল ইসলাম(২০) এর নেতৃত্বে কয়েকজন সেটলার যুবক
ধরে নিয়ে গিয়ে বিভিন্ন নির্যাতন চালায় এবং পিঠে কোপ দিয়ে জখম করে। সেটলার
যুবকরা তার ব্যবহৃত মোবাইল ফোনও কেড়ে নেয়। এ ঘটনায় এলাকার পহাড়িদের মধ্যে
চরম আতঙ্ক বিরাজ করছে। বর্তমানে সেখানে ১৪৪ধারা জারি করা হয়েছে।
No comments
Post a Comment