খাগড়াছড়ি কমলছড়ির এক পাহাড়ি মেয়ে ধর্ষিত
খাগড়াছড়ি জেলা সদরের কমলছড়ির ঘাটপার এলাকায় সবিতা চাকমা (৩০) নামে এক পাহাড়ি
নারীকে সেটেলার বাঙ্গালিদের কতৃক ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আজ ১৫
ফেব্রুয়ারী শনিবার সকালে গরুর ঘাস কাটতে গিয়ে এ ঘটনা ঘটে। বিকাল ৩টার দিকে
এক গ্রামবাসী বিবস্ত্র অবস্থায় তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর
দিলে ঘটনাটি জানাজানি হয়। লাশটি এখনো ঘটনাস্থলে পড়ে রয়েছে। সেখানে বালু
বহনকারী সেটলার ট্রাক চালক এবং চালকের সহযোগী কর্তৃক সবিতা চাকমাকে ধর্ষণ করা
হয়েছে বলে জানা গেছে । এর প্রায় দশ/এগার মাস আগেও প্রতিমা নামে এক পাহাড়ি মেয়েকে ধর্ষণ করে হত্য করা হয়। কিন্তু তথ্য প্রমাণের অভাবে বিচার হয়নি।
No comments
Post a Comment