হিলচাদিগাং বৌদ্ধ বিহারের মাঘী পূর্ণিমা, প্রতিষ্ঠাবার্ষিকী ও উপসম্পদা অনুষ্ঠান

আজ ১৪ ফ্রেব্রূয়ারী রোজ শুক্রবার ২নং আম্বিয়া ভবনে চাদে “হিলচাদিগাং বৌদ্ধ বিহারের সপ্তমতম  প্রতিষ্ঠাবার্ষিকী, মাঘী পূর্ণিমা  ও উপসম্পদা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন ভদন্ত ড. জিনবোধি মহাথের, অধ্যাপক, পালিও সংস্কৃত বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, উপাধ্যক্ষ চট্টগ্রাম বৌদ্ধ বিহার। এতেে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন হিলচাদিগাং বুড্ডিস্ট ওয়েলফেয়ার সোসাইটি র সভাপতি বাবু অমিষ কান্তি দেওয়ান, দেশনা প্রদান করেন ভদন্ত ড. জিনবোধি মহাথের, অধ্যাপক, পালিও সংস্কৃত বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিহারাধ্যক্ষ ভদন্ত সাধনাজ্যোতি স্থবির,পঞ্চশীল প্রদান করেন ভদন্ত সুনন্দলংকার ভিক্ষু মহোদয়। অনুৃষ্ঠান সুচীর মধ্যে রয়েছে বুদ্ধ পূজা, সংঘদান, নতুন উপসম্পদা প্রাপ্ত ভিক্ষুদের বরণ, কেক কাটা ও ধর্ম দেশনা ইত্যাদি।

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.