মানববন্ধন সেনাবাহিনীর সদস্য কর্তৃক এক বৌদ্ধভিক্ষুকে যৌন হয়রানির তিব্র নিন্দা ও শাস্তিদাবী

সুত্র: Shubhadarshi Bhikkhu facebook হতে https://www.facebook.com/shubhadarshi.bhikkhu.9?hc_location=timeline হিলচাদিগং পক্ষ থেকে মানববন্ধন সেনাবাহিনীর সদস্য কর্তৃক এক বৌদ্ধভিক্ষুকে যৌন হয়রানির  তিব্র নিন্দা ও শাস্তিদাবী।

বিগত ১৬/০১/২০১৪ খ্রিঃ (রোজঃ বৃহস্পতিবার) তারিখে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলাধীন এক বৌদ্ধ ভিক্ষুকে একজন সেনাবাহিনীর সদস্য ও একজন আনসার সদস্য কর্তৃক যৌন হয়রানি করাসহ বৌদ্ধ বিহার থেকে টাকা-পয়সা লুন্ঠন করা হয় । বিশ্বস্তসূত্রে জানা গেছে, সেদিন তারা দুজনে বিহারে গিয়ে ভিক্ষুকে একা পেয়ে ভিক্ষুটির চীবর খুলে দিয়ে ইচ্ছেমত যৌন হয়রানি করে এবং ভিক্ষুটির যা টাকা-পয়সা ছিল সব টাকা গুলো লুন্ঠন করে পালিয়ে যান । এর আগেও অন্তত ২ বার বৌদ্ধভিক্ষুকে যৌন হয়রানি করা হয় । কিন্তু ভিক্ষুটি লজ্জা এবং ভয়ে কাউকে উক্ত ঘটনাটি প্রকাশ করেননি। এমতাবস্থায় ঘটনাটি পুনরাবৃত্তি হওয়ায় প্রকাশ করতে বাধ্য হন। ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক এবং নিন্দনীয়। তাই আগামীকাল রাঙ্গামাটির ডিসি অফিসের সামনে পার্বত্য ভিক্ষুসংঘ এবং বৌদ্ধ জনসাধারণের উদ্যোগে এক মানববন্ধন আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
[বিঃদ্রঃ অনিবার্যকারণবশত এখনো প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় আগামীকাল সকালে ১০ টার দিকে না হলে আগামী রবিবার করার সিদ্ধান্ত গৃহীত হয় ) যোগাযোগ করতেঃ ০১৫৫৫০৪৩৮৪১, ০১৮১৫৬১৮৫৫০ বিপুল জ্যোতি থেরো।

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.