আজ শুভ মধু পূর্ণিমা

আজ শুভ মধু পূর্ণিমা। প্রত্যেক পূর্ণিমা তিথি বৌদ্ধ সম্প্রদায়ের জন্য কোন না কোন কারণে পুণ্যময় দিন। আজকের দিনটিও বৌদ্ধ সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্ববহ। আমরা জানি বুদ্ধ ধর্মপ্রচার জীবনে দীর্ঘ ৪৫ বছর বর্ষাব্রত পালনের জন্য একবার পারলেয়্য বনে গিয়েছিলেন। সেখানে তিনি নানা পশুপাখি ও জীবজন্তু দ্বারা সেবা পেয়েছিলেন নানাভাবে। তাই এই মধু পূর্ণিমার সঙ্গে জড়িয়ে আছে সেই পারল্যেয় বনে বানরের মধু দানের এক বিরল ঘটনা এবং এক হস্তী দ্বারা বুদ্ধকে সেবা দানের এক অপূর্ব কাহিনী। এসব ঘটনা বৌদ্ধ ধর্মদর্শন ও অধ্যাত্ম সাধনার জন্য একেবারে নিছক ঘটনা বলে মনে হলেও এর থেকে আমরা বাস্তব জীবনের অনেক মহৎ শিক্ষা পেয়ে থাকি। যেমন পেয়ে থাকি পরোপকার, দান, সেবা ও আত্মত্যাগের মতো মহৎ শিক্ষাও।
বনের পশুপাখি ও হিংস্র জীব-জন্তু হয়ে যদি একজন মানুষের প্রতি উদার মমতা আর নিঃস্বার্থ দয়া ভালোবাসা দেখাতে পারে, তাহলে আমরা আজ বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রাণী হয়েও সেই মমতা ও সেবা-দান দেখাতে পারছি না কেন? বর্তমান বিশ্বে আমরা দেখছি বনের পশুপাখি, জীব-জন্তুরাও প্রভুভক্তি দেখায়, মানবতা দেখায়। কিন্তু আমরা আজ মানুষ হয়েও সেই প্রভুভক্তি কিংবা মানবতা দেখাতে পারছি না। এটা যে আমাদের জন্য কত অগৌরব ও অমর্যাদার, তা বলার অপেক্ষা রাখে না। বৌদ্ধধর্মের সর্বজনীন শিক্ষা হচ্ছে অহিংসা, মৈত্রী ও মানবতার শিক্ষা। এজন্যই বৌদ্ধধর্ম সব সময় মানবজাতির সর্বাঙ্গীণ কল্যাণ, সুখ, শান্তি ও মর্যাদার কথা বলে। মধু পূর্ণিমা আমাদের সবার জীবনে শান্তি ও কল্যাণের মধুময় জীবন নিয়ে আসুক।
  • :::::::::::::::::::::::জগতের সকল প্রাণী সুখী হউক::::::::::::::::::::::::"

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.