আজ শুভ মধু পূর্ণিমা

বনের পশুপাখি ও হিংস্র জীব-জন্তু হয়ে যদি একজন মানুষের
প্রতি উদার মমতা আর নিঃস্বার্থ দয়া ভালোবাসা দেখাতে পারে, তাহলে আমরা আজ
বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রাণী হয়েও সেই মমতা ও সেবা-দান দেখাতে পারছি না কেন?
বর্তমান বিশ্বে আমরা দেখছি বনের পশুপাখি, জীব-জন্তুরাও প্রভুভক্তি দেখায়,
মানবতা দেখায়। কিন্তু আমরা আজ মানুষ হয়েও সেই প্রভুভক্তি কিংবা মানবতা
দেখাতে পারছি না। এটা যে আমাদের জন্য কত অগৌরব ও অমর্যাদার, তা বলার
অপেক্ষা রাখে না। বৌদ্ধধর্মের সর্বজনীন শিক্ষা হচ্ছে অহিংসা, মৈত্রী ও
মানবতার শিক্ষা। এজন্যই বৌদ্ধধর্ম সব সময় মানবজাতির সর্বাঙ্গীণ কল্যাণ,
সুখ, শান্তি ও মর্যাদার কথা বলে। মধু পূর্ণিমা আমাদের সবার জীবনে শান্তি ও
কল্যাণের মধুময় জীবন নিয়ে আসুক।
- :::::::::::::::::::::::জগতের সকল প্রাণী সুখী হউক::::::::::::::::::::::::"
No comments
Post a Comment