জ্ঞানরত্ন ভিক্ষুর জন্য মানবিক সাহায্যে আবেদন



রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার করল্যাছড়ি রত্নাঙ্কুর বৌদ্ধ বিহারের আবাসিক ভিক্ষু ভেন. জ্ঞানরত্ন থেরো মহোদয় দুই/তিনদিন আগে স্ট্রোক করেন। বর্তমানে তিনি সংকটাপন্ন অবস্থায় তার ডান হাত, ডান পা নাড়াছাড়া করতে পারে না । তাকে গতরাতে ঢাকায় সোহরাওয়ার্দী সরকারী হাসপাতালে ভর্তি করা হয়। এর পরে আজ ইসলামিয়া ব্যাংক হাসপাতাল ভতি করা হয় ডাক্তারের রিপোর্ট অনুসারে এখনো ২০০ উপরে তার হাইপ্রেসার এবং তার মাথার ডানপাশে রক্ত জমাট বেধেছে। ডাক্তারের পরামর্শে প্রাথমিকভাবে তাকে ব্লাড প্রেসার কমিয়ে তারপর মাথার রক্ত অপসারন করা যাবে । ভান্তের পাশে তার দুইজন আত্নীয় ছাড়া আর কেউ নেই। 

ভান্তেকে সুচিকিৎসার জন্য ভিক্ষুসংঘ ও তার আত্নীয়রা যা টাকা-পয়সা নিয়ে ঢাকায় নেওয়া হয়েছে; টাকা-পয়সা প্রায় শেষ। তারা এখন দিশেহারা হয়ে ভান্তেকে চিকিৎসা না দিয়ে হাসপাতাল থেকে নিয়ে যেতে চাচ্ছে।

এখন বিবেকের কাছে প্রশ্ন আমরা কি পারি না ভান্তেকে সুচিকিৎসার জন্য যার যতটুকু সম্বল আছে আর্থিক সহযোগিতার হাত বাড়াতে? তাই আসুন ভান্তের সুচিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করে ভান্তের জীবনের পাশে দাঁড়ায়। [ভান্তে সুস্থ থাকাকালীন একটি রেজিস্ট্রিভূক্ত হাইস্কুলে শিক্ষকতা করতেন। কিন্তু হঠাৎ তাকে অন্য আরেকটি রোগে আকান্ত করায় প্রায় ২/৩ বছর তার কর্মস্থলে যেতে পারে নি। 

তাই আসুন, ভান্তের সুচিকিৎসা জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিই। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে এসে মুক্তিকামী ধর্মপ্রাণ বৌদ্ধদেরকে ধর্মদান করতে পারে বুদ্ধের কাছে প্রার্থনা করি।
যোগাযোগের জন্যঃ 
ভদন্ত কল্যাণ জ্যোতি ভিক্ষু, ধর্মরাজিক বৌদ্ধ বিহার, কমলাপুর, ঢাকা।  01553773955 বিকাশ নম্বর  ০১৮২৮২৩৯৯৪১
ভদন্ত বিপস্সি ভিক্ষু, শাক্যমুনি বৌদ্ধ বিহার, মিরপুর-১০ ঢাকা । ০১৫৫২৬৪৪৯৫২ বিকাশ নম্বর 01749191048.
 

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.