ভদন্ত বিজয়ানন্দ স্থবির খাগড়াছড়ি আসনে জাতীয় সংসদ নিবার্চন করতে চাই
ভদন্ত বিজয়ানন্দ স্থবির খাগড়াছড়ি আসনে জাতীয় সংসদ নিবার্চন করতে চাই। তাঁর গৃহী নাম বাবু অরুন শান্তি চাকমা, পিতা: মুরতি মোহন চাকমা, মাতা: করুণা বালা চাকমা, গ্রাম: নুনছড়ি, পোস্ট অফিস: দীঘিনালা, থানা: দীঘিনালা, জেলা: খাগড়াছড়ি। তিনি ১৯৯৫ সালে রুপালি উচ্চ বিদ্যালয় হতে এস. এস. সি, ১৯৯৮ সালে কাচালং ডিগ্রী কলেজ হতে এইচ. এস. সি, ২০০১ সালে একই কলেজ থেকে বি. এস. এস, এবং ২০১২ সালে সাউর্দান ইউনির্ভাসিটি হতে এল. এল. বি পাশ করেন। তিনি গত সংসদ নির্বাচনেও খাগড়াছড়ি আসন থেকে ন্যাশান্যাল পিপলস পাটি (NPP) থেকে প্রতিদ্বন্দিতা করেন। তিনি বর্তমানে খাগড়াছড়ি জেলা কমিটির ন্যাশান্যাল পিপলস পাটি এর সভাপতি দায়িত্বে এবং আগ্রাবাদ বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহারে অধ্যক্ষ পদে আছেন। তিনি এবার ১৮দলীয় মহাযোট থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসন হতে প্রতিদ্বন্দিতা করতে ইচ্ছুক। তিনি মনে করেন বৌদ্ধ ধর্মীয গুরু একজন জাতীয় সংসদে প্রতিনিধি হিসেবে থাকা অবশ্যক এবং বৌদ্ধ সম্প্রদায়ও চায় তাদের একজন ধর্মীয গুরু জাতীয় সংসদে প্রতিনিধি করুক। একজন ধর্মীয গুরু জাতীয় সংসদে প্রতিনিধি করলে সমাজে, দেশ ও দশের অনেক উপকার সাধন করতে পারবে। কারণ বৌদ্ধ ভিক্ষুদের কোন ঘর সংসার নেই। তাঁরা ত্যাগী পুরুষ।
1 comment
dekhe & pore hasi pai lam sukhe takite vute killai ha ha ha ha ha ?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
Post a Comment