গত ০৩ আগস্ট খাগড়াছড়ির তাইন্দঙে পাহাড়ি গ্রামে বাঙ্গালি সেটেলার হামল‍ার ঘটনায় মহানগর পার্বত্য ভিক্ষুসংঘ শাখার উদ্বোগে ত্রাণ তহবিল গঠন

গত ০৩ আগস্ট খাগড়াছড়ির তাইন্দঙে পাহাড়ি গ্রামে বাঙ্গালি সেটেলার হামলা, লুটপাট ও ঘরবাড়ি জ্বালিয়ে দেয়। এতে কমপক্ষে ৫শত পরিবার বাড়ীঘর ছাড়া হয়ে ভারতে আশ্রয় নিয়েছে। বাংলাদেশ সরকারে প্রতিমন্ত্রী বাবু দীপংকর তালুকদার তাদেরকে যথাযথ পুর্নবাসন ও নিরাপত্তা নিশ্চয়তা দিয়ে স্বদেশে ফেরত আনলেও এখনও পর্যন্ত তারা মানবেতর জীবনযাপনে কাটাচ্ছে । তাই হামলার শিকার-প্রত্যাগত শরনার্থীদের জন্য “পার্বত্য ভিক্ষুসংঘে মহানগর শাখার” উদ্বোগে ত্রাণ তহবিল খোলা হয়েছে । এতে জাতি,বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতায় এগিয়ে আস‍ার আহ্বান জানানো যাচ্ছে।
 
ত্রান সহায়তা পাঠানোর ঠিকানাঃ
বিকাশ নম্বর : 01840-889007
ভদন্ত বিজয়ানন্দ স্থবির, অধ্যক্ষ, বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহার, আগ্রাবাদ, চট্টগ্রাম। মোবাইল : 01818-104523
ভদন্ত সাধনাজ্যোতি স্থবির, অধ্যক্ষ হিলচাদিগাং বৌদ্ধ বিহার, সল্টগোলা ক্রসিং, বন্দর, চট্টগ্রাম। মোবাইল : 01818-887661
ভদন্ত রত্নপ্রিয় ভিক্ষু,  বোধিপাল আন্তর্জাতিক বির্দশন ভাবনা কেন্দ্র, চাঁদগাও, চট্টগ্রাম। মোবাইল : 01915-944766.
 
ভদন্ত প্রজ্ঞালোক ভিক্ষ‍ু, বড়গাঙ বৌদ্ধ বিহার, শাহআমীর পুর, চট্টগ্রাম. মোবাইল : 01817-272414.
 

1 comment

Anonymous said...

bono bhikkhu songho keno a rokhom samajik kaj korte parena???ora ki shudu manus chuse khete jane naki??

Theme images by 5ugarless. Powered by Blogger.