আজ বড়গাঙ বৌদ্ধ বিহারে গণপ্রব্রজ্যা অনুষ্ঠান সম্পন্ন
আজ ৯ আগস্ট ২০১৩ ইং রোজ শুক্রবার কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত বড়গাঙ
বৌদ্ধ বিহারে গণ প্রব্রজ্যা অনুষ্ঠান। এতে ৮১ জন কুল পুত্রকে
প্রব্রজ্যা প্রদান করা হয়। পৃষ্টপোষকতা করছে বড়গাঙ বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি। এ
অনুষ্টানে ভিক্ষুসংঘের মধ্যে সভাপতিত্ব করেন ভদন্ত বিজয়ানন্দ
স্থবির, অধ্যক্ষ, আগ্রাবাদ বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহার, প্রধান অতিথি ছিলেন ভদন্ত সাধনাজ্যোতি
স্থবির অধ্যক্ষ হিলচাদিগাং বৌদ্ধ বিহার, বিশেষ অতিথি ছিলেন ভদন্ত রত্নপ্রিয় ভিক্ষু,
চাঁদগাও বোধিপাল আন্তর্জাতিক বির্দশন ভাবনা কেন্দ্র, ভদন্ত প্রজ্ঞালোক ভিক্ষু, প্রমুখ
ভিক্ষু সংঘ। বৌদ্ধ সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান আরম্ভ হয়। সুচীর মধ্যে রয়েছে, সকালে গণপ্রব্রজ্যা অনুষ্টান,
সংঘদান অষ্টপরিস্কারদান, ধর্মসভা, বুদ্ধ পূজা, ভিক্ষু সংঘকে ভোজনদান
ইত্যাদি। ধর্ম দেশনা প্রধান করেন ভদন্ত বিজয়ানন্দ
স্থবির, অধ্যক্ষ, আগ্রাবাদ বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহার, ভদন্ত সাধনাজ্যোতি
স্থবির অধ্যক্ষ হিলচাদিগাং বৌদ্ধ বিহার, বিশ ভদন্ত রত্নপ্রিয় ভিক্ষু,
চাঁদগাও বোধিপাল আন্তর্জাতিক বির্দশন ভাবনা কেন্দ্র, উৎসর্গ কার্য সম্পন্ন করেন ভদন্ত প্রজ্ঞালোক ভিক্ষু, প্রমুখ
ভিক্ষু সংঘ। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাবু দিপক চাকম॥ এতে আরো বক্তব্য প্রদান করন বাবু দীমান চাকমা।
No comments
Post a Comment