মাটিরাঙ্গা সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ককাস, সিএইচটি কমিশন।

মাটিরাঙ্গার তাইন্দংয়ে পাহাড়ি গ্রামে অগ্নিসংযোগ, লুঠপাট এবং ভাঙচুরের ঘটনা সরেজমিনে পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আর্ন্তজাতিক সংগঠন সিএইচটি কমিশন এবং জাতীয় সংসদের আদিবাসী বিষয়ক সংসদীয় ককাস।

সোমবার দুপুরে তারা ওই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
এসময় প্রতিনিধি দল দু’টির অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেল-গ্যাস-জাতীয় সম্পদ রক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, নারী নেত্রী খুশী কবির, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরুপা দেওয়ান, মানবাধিকারকর্মী ব্যারিস্টার সারা হোসেন।
সোমবার সংগঠন দুটির সদস্যরা স্থানীয় ক্ষতিগ্রস্ত এলাকাবাসী, জনপ্রতিনিধি, নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।

প্রতিনিধি দল দুটি ঘটনাস্থল পরিদর্শনকালে বগা পাড়া এলাকায় স্থানীয় পাহাড়িদের পক্ষ থেকে একটি মানববন্ধন পালন করা হয়। এ সময় অপ্রতুল ত্রাণ কার্যক্রম, ঘটনার দিন পুলিশ ও বিজিবির নীরবতা, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করাসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

এ প্রতিনিধি দলটি সর্বেশ্বর পাড়ায় গেলে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.