চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ড. জিনবোধি ভিক্ষুকে লাঞ্ছনার প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন
চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ড.
জিনবোধি ভিক্ষুকে লাঞ্ছনার প্রতিবাদে গতকাল বুধবার বিকালে চট্টগ্রাম
প্রেসক্লাবে এক মানববন্ধনের আয়োজন করা হয়। বিকাল তিনটা থেকে প্রায় দুই
ঘন্টা ধরে চলা ওই মানববন্ধনে নারী পুরুষসহ বৌদ্ধধর্মীয় শত শত দায়ক-দায়িকাগণ
অংশ নেন। প্রায় ৩০ জনের অধিক ভিক্ষু এতে অংশ নেয়।
এই মানববন্ধনে ড. জিনবোধি ভিক্ষুকে লাঞ্ছনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানানো হয়।
এই সময় উক্ত মানববন্ধনে পার্বত্য
চট্টগ্রামের পক্ষ থেকে সংহতি প্রকাশ করেন বৌদ্ধ ধমীয় সাধক খাগড়াছড়ির
মানিকছড়ি মঙরাজ বিহারের রাজগুরু ভান্তে ও গণতান্ত্রিক যুব ফোরামের এসিমঙ
মারমা।
মানববন্ধনে এসিমঙ মারমা বলেন, ধর্মীয় গুরুর
উপর আক্রমণ অত্যন্ত নিন্দনীয় ও ধর্মীয় দিক থেকে গর্হিত অপরাধ। এ সময় তিনি
ধর্মীয় গুরুকে অপদস্থকারী দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি
জানান।
এছাড়া তিনি আরো বলেন, বিহারের সম্পত্তি
নিয়ে লোভ করা ও তা ব্যক্তিগত লাভের স্বার্থে ব্যবহার করা একজন প্রকৃত
বৌদ্ধের আদর্শ হতে পারে না। তিনি মানবন্ধন থেকে বৌদ্ধ ধমীয় জনসাধারণকে
ঐক্যবদ্ধ থেকে সকল অন্যায় ও অনিয়মের প্রতিবাদ জানানোর আহ্বান জানান।
মানবন্ধনে আরো সংহতি প্রকাশ করেন,
চট্টগ্রাম সিটি কলেজ বৌদ্ধ ছাত্র পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য
পরিষদ, বৌদ্ধ সমাজ সংস্কার আন্দোলন, মুক্তিযোদ্ধা ফোরাম-চট্টগ্রাম, ডিজিটাল
বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ছাত্র পরিষদ
সহ বিভিন্ন সংগঠন।
এছাড়া উক্ত সমাবেশে যোগদান করে সংহতি
জানান, চট্টগ্রাম কলেজের পালি বিভাগের প্রধান অধ্যাপক অর্থদর্শী বড়ুয়া,
কল্পতরু ভট্টাচার্য, আনন্দ বিকাশ বড়ুয়া (ভারপ্রাপ্ত সম্পাদক-সমাজ সংস্কার
আন্দোলন), সাতকানিয়া লোহাগাড়া বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি অরুণ বড়ুয়া, সাবেক
এম পি- জাহাঙ্গীর আলম, নারী নেত্রী ববিতা বড়ুয়া, সুজাতা বড়ুয়া,
সাহিত্যিক ও লেখক বেগম রুহুল সিদ্দীকি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বৌদ্ধ
ছাত্র-ছাত্রী পরিষদ-এর নেত্রী সুদিপ্তা বড়ুয়া, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি
কাউন্সিল সংগঠনের সাধারণ সম্পাদক বোধিপাল বড়ুয়া সহ চট্টগ্রামের আরো অনেক
বিশিষ্টজন।
উল্লেখ্য, চট্টগ্রামের ডিসি হিলের কাছে অবস্থিত
নন্দনকানন বৌদ্ধ বিহারের জমি ও সম্পত্তি নিয়ে বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছে।
আর এই বিরোধেরই জের ধরে গত ২২ জুলাই আষাঢ়ী পূর্ণিমা উদযাপনের দিন বিহার
প্রাঙ্গণে শারীরিকভাবে লাঞ্ছিত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য ভাষা
বিভাগের অধ্যাপক ও চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ড. জিনবোধি ভিক্ষু।
ড. জিনবোধি ভিক্ষু অভিযোগ করেন, বাংলাদেশ বৌদ্ধ সমিতির নেতৃবৃন্দ তাঁকে লাঞ্ছিত করেছেন।
No comments
Post a Comment