পাবর্ত্য চট্টগ্রাম সাজেকে দুগর্ত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ


অত্র এলাকায় প্রখর খড়ায় ও জলাভাবে উৎপাদিত নানাজাতের ফসলাদি এবং ধান ক্ষেত নষ্ট হওয়ার কারণে তাদের দৈনন্দিন খাওয়া-দাওয়া প্রায় বন্ধ হয়েছে।শুধু নয় ইতিমধ্যে অনেকে বিনাঅাহারে মারা গেছে। বর্তমান সরকার হেলিকপ্টার যোগে কিছু এলাকার খাদ্যবস্তু প্রেরন করলেও প্রয়োজন অনুসারে অপ্রতুল। এব্যাপারে বাংলাদেশ সরকারসহ উদারপ্রাণ এবং ধনাঢ্য ব্যক্তিদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য এাণ প্রদানকারী অন্যতম মানবতাবাদী সাংঘিক ব্যক্তিত্ব পালি বিভাগের প্রধান প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু সদয় দৃষ্টি অাকর্ষন করছেন। এই ত্রাণ সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন মিলনপুর বিহারেে অধ্যক্ষ শ্রীমৎ সত্যানন্দ মহাথের, হিলচাদিগাং বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ সাধনাজ্যোতি ভিক্ষু, নন্দপ্রিয় ভিক্ষু, পাফেল, সুশীল, পারুল, রিতা, বীথি,সুব্রত, জেরিন, জিসন, স্বপন, রিপন,ত্রিদীপ, দীপেন, তজিম, উপেল,মাধুর্য চাকমা প্রমূখ স্থানীয় চেয়ারম্যান মেম্বার, কাবার্রীবৃন্দ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের যৌথ উদ্যোগে জুম্ম হেল্প সেন্টার কতৃর্ক পাবর্ত্য জেলা রাঙ্গামাটি এলাকাধীন বিশেষ পযর্টন এলাকায় সাজেক ইউনিয়নের কয়েকটি দুগর্ত এলাকায় বসবাসরত জনসাধারণের জীবন রক্ষার্থে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে। এলাকার বসবাসরত জনগণ কিভাবে মানবেতর জীবন যাপন করছে তা প্রত্যক্ষদর্শী না হলে বণর্না করা কঠিন।

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.