তিন পার্বত্য জেলায় শান্তিপূর্ণ হরতাল পালন
তিন পার্বত্য জেলায় পাঁচ বাঙালি সংগঠনের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল গতকাল সোমবার শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। রাঙামাটি মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ এবং ভর্তির ক্ষেত্রে পার্বত্য কোটা চালু, বিতর্কিত পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধনী আইন-২০১৬ অবিলম্বে বাতিল করাসহ ৮ দাবি আদায়ে গতকাল এ হরতালের ডাক দেওয়া হয়।
আমাদের রাঙামাটি প্রতিনিধি জানান, হরতালের কারণে রাঙামাটি শহরের অভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। হরতালে রাঙামাটির নৌপথে কোন ধরনের যাত্রীবাহী লঞ্চও চলাচল করেনি।
এদিকে বাঙালী ছাত্র পরিষদের নেতাকর্মীরা শহরের পৌরসভা এলাকা, বনরুপা ও মানিকছড়ি এলাকায় পিকেটিং করেছে। এছাড়া রাঙামাটিতে কেন্দ্রীয় নেতা সাব্বির আহম্মদ, প্রকৌশলী সাহাদাত হোসেন সাকিব, পার্বত্য নাগরিক পরিষদ রাঙামাটি জেলা আহবায়ক বেগম নুরজাহান বেগম এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান আলকাছ আল মামুন ভূঁইয়া ও আতিকুর রহমান তিন জেলায় হরতাল পালন করায় নেতা কর্মী, যানবাহনের শ্রমিক, মালিকসহ সকলকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।
অপরদিকে আমাদের বান্দরবান প্রতিনিধি জানান, হরতালে বান্দরবান জেলায় তেমন প্রভাব পড়েনি। জেলা শহরে অফিস-আদালত ও দোকানপাট এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো যথারীতি খোলা ছিল। তবে শিক্ষার্থীদের অনেকেই স্কুলে যাননি। জেলার অভ্যন্তরীণ রুটে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। দুপুর ১২টার পর থেকে দূরপাল্লার বাসগুলো চলাচল শুরু করে।
তথ্যসূত্র: আজাদী,
No comments
Post a Comment