শ্রীলংকাকে হারিয়ে বাংলাদেশে জিতে নিলো শততম টেস্ট ম্যাচ

শ্রীলংকার মাটিতে নিজেদের শততম টেস্টে জয় ছিনিয়ে নিলো বাংলাদেশ।
একই সাথে এই প্রথম টেস্টে শ্রীলংকাকে হারানোর স্বাদ পেলো বাংলাদেশ।
তামিম ইকবালের অনবদ্য ৮২ রানের সুবাদে শ্রীলংকাকে চার উইকেটে হারিয়ে এ জয় পেলো বাংলাদেশ।
বিদেশের মাটিতে বাংলাদেশের জয়ের হার খুব কম হওয়ায় জয়সূচক রান পাওয়া পর্যন্ত উদ্বেগ উৎকণ্ঠা ছিলো দর্শকদের মধ্যে।
শ্রীলংকা প্রথম ইনিংসে ৩৩৮ ও দ্বিতীয় ইনিংসে ৩১৯ রান করে।
জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে সাকিব আল হাসানের শতরানের সুবাদে ৪৬৭ রান করে।
আর দ্বিতীয় ইনিংসে ১৯১ রানে জয়ের টার্গেট নিয়ে খেলতে নেমে ৬ উইকেটের বিনিময়ে ম্যাচ জিতে এবং একই সাথে জিতে নেয় বাংলাদেশের শততম টেস্ট।
শেষ দিনে আজ সকালে দুই উইকেট হাতে রেখে শ্রীলংকা এগিয়ে ছিলো ১৩৯ রানে।
সেখান থেকে শুরু করে অল আউট হওয়া পর্যন্ত ১৯১ রানে টার্গেট ছুঁড়ে দেয় শ্রীলংকা।
জবাবে ব্যাটিং নেমে ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার ভালোই খেলছিলেন।
কিন্তু ২২ রানে সৌম্য ও ইমরুল কায়েসের উইকেট হারালে কিছুটা শঙ্কা দেখা দিলেও পরে তামিম ও সাব্বির রহমানের জুটি দলকে বিপদের হাত থেকে রক্ষা করে।
এরপর ১৩১ রানে তামিম আউট হয়ে যান ব্যক্তিগত ৮২ রান করে।
এর ১৪১ রানে সাব্বির এবং ১৬২ রানে সাকিব আল হাসান আউট হয়ে গেলে আবারো উদ্বেগ দেখা দেয় বাংলাদেশ শিবিরে।
পরে মুশফিকুর রহিম ও মোসাদ্দেক হোসেন জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যায় বাংলাদেশ।
যদিও মোসাদ্দেক জয় থেকে দু রান দুরে থাকা অবস্থায় আউট হয়ে যান।
শেষ পর্যন্ত জয়সূচক রান আসে মেহেদি হাসান মিরাজের ব্যাট থেকে।
আর তাতেই শ্রীলংকার মাটিতে শ্রীলংকাকে হারিয়ে নিজেদের শততম ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।
তামিম ইকবাল ম্যাচ সেরা আর সাকিব আল হাসান সিরিজ সেরার পুরষ্কার মনোনীত হয়েছেন।

তথ্যসূত্র: বিবিসিবাংলা,

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.