ঝড়ে লণ্ডভণ্ড খাগড়াছড়ি, সেনা সদস্যের মৃত্যু
বৈশাখের আগেই মাত্র ২৫ মিনিটের ঝড়ে পুরো খাগড়াছড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। ঝড়ে দুই শতাধিক কাঁচা ঘরবাড়ি উড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া ঝড়ের সময় বজ্রপাতে মাটিরাঙ্গা উপজেলার বর্নাল এলাকার মিন্টু ত্রিপুরা (৫৫) নামে সাবেক এক সেনা সদস্যের মৃত্যুও হয়েছে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন টিটু দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, ঝড় হাওয়ার সঙ্গে বজ্রপাত হলে সাবেক সেনা সদস্য মিন্টু ত্রিপুরা মারা যান।
খাগড়াছড়ি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী কর্মকর্তা মো. আবু জাফর জানান, ঝড়ে বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি পড়ে গেছে। গাছ পড়ে লাইন ছিড়ে যাওয়ায় জেলার অনেক জায়গায় বিদ্যুৎ বিছিন্ন হয়ে পড়েছে। ঝড়ে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। কবে নাগাদ লাইন চালু করা যাবে তা বলা যাচ্ছে না।
(দ্য রিপোর্ট/এফএস/এনডিএস/এনআই/মার্চ ২৯, ২০১৬) ২০১৬ মার্চ ২৯ ১১:৩৯:২৩
No comments
Post a Comment